এই ভাইরাল দৃশ্যে দেখা যাচ্ছে একটি বড় পোস্টারে ওই ব্যক্তি একটি বার্তা লিখে রেখেছেন। “শুভ জন্মদিন ধৃতি মেহরা” পোস্টারে তাঁর বান্ধবীর ছবিও দেখতে পাওয়া যায়। ভিডিওতে দেখতে পাওয়া যায় ওই যুবক তাঁর বান্ধবীর সঙ্গে উষ্ণ আলিঙ্গনেও আবদ্ধ হচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফের কর্মীরাও এই আনন্দে মাতোয়ারা হয়েছেন। ভিডিওটি পঞ্জাব বিমানবন্দরের।
আরও পড়ুন: বার্গার খাওয়ার আগে সাবধান, মুম্বইতে যা ঘটল কল্পনার বাইরে
এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় লাইক আর ভিউয়ের বন্যা বয়ে যায়। এক নেটিজেন লেখেন, “ফুলের বদলে ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত করো।” আরও একজন লেখেন, “পাঞ্জাবিরা এইভাবেই স্বাগত জানান”
আরও একজন লেখেন, “এটা অসাধারণ!”। আরও এক মন্তব্য করেন, “তোমরা তো স্বপ্নের মুহূর্ত কাটাচ্ছ!”
সোশ্যাল মিডিয়ায় এই যুগলের উষ্ণ ভালবাসার মুহূর্তে আপ্লূত আপামর নেটিজেনরা।