TRENDING:

এত লোকজনকে থাপ্পড় মেরেছি... : মিমি চক্রবর্তী

Last Updated:

এত লোকজনকে থাপ্পড় মেরেছি... : মিমি চক্রবর্তী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেক কিছুই ভোলা যায়! কিন্তু কখনও ফিকে হয় না প্রথম স্মৃতি। ভালবাসা থেকে বিরহ, আপস থেকে উপহার! একডজন 'পয়লা'র উত্তর দিলেন মিমি চক্রবর্তী
advertisement

পয়লা প্রোপোজ: কোনওদিন করিনি, আমাকেও কেউ করেনি!

পয়লা থাপ্পড়: এত লোকজনকে মেরেছি যে, মনেও নেই!

পয়লা আপস: ভীষণ কঠিন প্রশ্ন!

পয়লা ইন্টারভিউ: 'গানের ওপারে'র পর।

পয়লা চিঠি: কোনওদিন পাইনি। দিইওনি। এখন তো ই-মেল-এর যুগ!

পয়লা কাছে পাওয়া: পয়লা বৈশাখে পরিবারের সব সদস্যদের সঙ্গে সময়  কাটানো।

advertisement

পয়লা ভুলে যাওয়া: আমি বেসিক্যালি খুব ভুলো মনের। এর উত্তরটাও যথারীতি ভুলে গিয়েছি।

পয়লা উপহার: ক) পাওয়া- মনে নেই

খ) দেওয়া- নিজের প্রথম খেটে রোজগার করা টাকায় মা,                                                              বাবার জন্য অনেককিছু কিনেছিলাম

পয়লা নেশা: ভাং

পয়লা প্রতিশ্রুতি: কাজ

পয়লা পকেটমানি: পাইনি। মা-বাবা এ'ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট ছিলেন। মামার দেওয়া বা ভাইফোঁটার সময় যে-টাকা পেতাম, সেটাই জমিয়ে রাখতাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পয়লা রোজগার: 'গানের ওপারে' সিরিয়ালের পারিশ্রমিক

বাংলা খবর/ খবর/দেশ/
এত লোকজনকে থাপ্পড় মেরেছি... : মিমি চক্রবর্তী