পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুই মেয়েকে নিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন তিনি । সেই সময় কয়েকজন তাঁদের দিকে এগিয়ে আসে। CCTV ফুটেজে দেখা যায়, স্কুটার ঘুরিয়ে নিতে চেয়েছিলেন বিক্রম। কিন্তু তার আগেই অভিযুক্তরা ঘিরে ফেলে তাঁকে। রাস্তায় ফেলে মারধর করে, গুলি মারে। লুটিয়ে পড়েন বিক্রম। তাঁর মেয়েরা বাবার কাছে এসে কান্নাকাটি করেন, অন্যান্য গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ। জানা গিয়েছে যোশি কয়েকদিন আগে পুলিশের কাছে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ভাইঝিকে কয়েকজন ছেলে বিরক্ত করছিল বলে। মনে করা হচ্ছে অভিযুক্তদের সঙ্গে তাদের কোনও যোগ থাকতে পারে। দুষ্কৃতীদের জেরা করা হচ্ছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2020 2:11 PM IST