TRENDING:

Terror Alert in Delhi: উত্তর প্রদেশ পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, গোটা দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট!

Last Updated:

Terror Alert in Delhi: জানা গিয়েছে, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ পুলিশের তরফে এসেছে সতর্কবার্তা (Terror Alert in Delhi)। দেশের রাজধানী দিল্লিতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জানা গিয়েছে, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে।
ছবি সৌজন্যে: PTI
ছবি সৌজন্যে: PTI
advertisement

দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসার জানিয়েছেন, একটি বেনামী ই-মেল এসেছে, তা ছাড়া সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবানের (ইন্ডিয়া সেল) কিছু গ্রেফতার হওয়া সদস্যের থেকেও একই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশ পুলিশ উল্লিখিত ইমেল সম্পর্কে বিশদ বিবরণ দিল্লি পুলিশকে পাঠিয়েছে। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: গুজরাত, উত্তরপ্রদেশে হলে বাংলায় নয় কেন? স্কুল পোশাকের নতুন রঙে সওয়াল ব্রাত্যর!

advertisement

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লির উপরে জঙ্গিদের নজর সব সময়েই রয়েছে। অন্য নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই দিল্লির বিখ্যাত ফুল বাজার গাজিপুর থেকে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড তাজা বোমা উদ্ধার করেছিল। সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল। যদিও বম্ব স্কোয়াড বোমাটি নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছিল। এরপর প্রজাতন্ত্র দিবসের দিনও দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার সতর্কবার্তা ছিল।

advertisement

আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি? বাংলার জন্য জরুরি পূর্বাভাস! কতটা বদলাবে পরিস্থিতি?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিল্লি পুলিশের একটি সূত্র বলছে, দিল্লিকে নিশানায় রেখেছে লস্কর-ই-তৈবা, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, জইশ-ই-মোহাম্মদ, হরকাত-উল-মুজাহিদিন এবং হিজবুল-মুজাহিদ্দিন-এর মতো জঙ্গি সংগঠনগুলি। গত কয়েকমাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের আগেও ভারতে ভুরি ভুরি বিস্ফোরক পাঠিয়ে অশান্তি পাকাতে চাইছিল পাকিস্তান, এমনও রিপোর্ট এসেছিল গোয়েন্দাদের তরফে। ফের নতুন করে হুমকি ইমেলে ভাঁজ গোয়েন্দাদের কপালে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Terror Alert in Delhi: উত্তর প্রদেশ পুলিশের কাছে এল ভয়ংকর ইমেল, গোটা দিল্লিজুড়ে জারি হাই অ্যালার্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল