বিহারের পূর্ব চম্পারণ জেলার আরেরাজ ব্লক অফিসের এখন এটাই অবস্থা ৷ সরকারি এই অফিসের কর্মীদের এর আগে অফিসে বসেই জখম হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ তাই অফিসের সংস্কারের কাজ হোক না হোক , হেলমেট পরে কাজ করতে কোনও কর্মীই ভোলেন না এখানে ৷ অফিসের এক কর্মীর কথায়, ‘‘ এই বিল্ডিং অনেকটাই পুরোনো ৷ অবস্থা খুবই খারাপ ৷ বৃষ্টি পড়লেই সিলিং থেকে জল পড়তে থাকে ৷ যে কোনওদিন ছাদ ভেঙে পড়তে পারে ৷ কিন্তু আমাদের তো কাজ করে যেতেই হবে, তাই কর্মীরা ঠিক করেছি মাথায় হেলমেট পরেই কাজ করব সবাই ৷ ’’
advertisement
মজার ব্যাপার হল বিহার সরকারের আবাসন দফতর গত বছরই এই অফিস বিল্ডিংকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে ৷ কিন্তু তাতেও কোনও হেলদোল নেই ৷ নতুন কোনও জায়গায় অফিস শিফট হওয়া তো দূরের কথা সাধারণ সংস্কারের কাজটুকুও কেউ করার উদ্যোগ নিচ্ছেন না এখন ৷ এই অফিসে প্রায় ২০টি গ্রামের মানুষের জমির নথি, জন্ম/মৃত্যু শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ তথ্য জমা রয়েছে ৷