TRENDING:

Facebook-Jio Deal| জিও-ফেসবুক চুক্তিতে ডিজিটাল ভারত আরও আত্মবিশ্বাসী হল: BIF

Last Updated:

ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের বিশ্বাস, ফেসবু-জিও চুক্তির জেরে ৫ কোটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাই লাভবান হবেন৷ এছাড়াও উপকৃত হবেন কয়েক কোটি কৃষক ও অসংগঠিত ক্ষেত্রে দেশের বহু ব্যবসা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জিও প্ল্যাটফর্মের ফেসবুক-এর ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকার বিপুল বিনিয়োগ ভারতের ডিজিটাল ক্ষেত্রের অগ্রগতিকে অন্য মাত্র দিল৷ জানাল ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম (BIF)৷ বিআইএফ-এর তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের এই অতিমারী ও তার জেরে আর্থিক টালমাটাল পরিস্থিতিতে এই ধরনের বিরাট বাণিজ্যিক চুক্তি ডিজিটাল ক্ষেত্রে রিলায়েন্সের দূরদর্শিতা ও স্থায়ীত্বই প্রমাণ করল৷
advertisement

ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের বিশ্বাস, ফেসবু-জিও চুক্তির জেরে ৫ কোটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাই লাভবান হবেন৷ এছাড়াও উপকৃত হবেন কয়েক কোটি কৃষক ও অসংগঠিত ক্ষেত্রে দেশের বহু ব্যবসা৷ স্থানীয় দোকান, পাড়ার মুদির দোকান, হকাররাও জিওমার্টে রেজিস্টার করতে পারবেন৷ রেজিস্টার হয়ে গেলে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে তাঁরা অর্ডার পাবেন৷ জিওমার্টের মাধ্যমে তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে৷ ফলে ছোট মুদির দোকান, হকার বা ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়াতে পারবেন অনায়াসেই৷ বর্তমানে তাঁদের খরিদ্দাররা মূলত পাড়া বা স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ৷ জিওমার্টে রেজিস্টার করে দূরে দূরে গ্রাহক বাড়াতে পারবেন৷

advertisement

এর পরিবর্তে হোয়াটসঅ্যাপের কী লাভ? হোয়াটসঅ্যাপ-এরও ব্যবসা আরও বাড়বে৷ ভারতে তাঁদের ইউজার বাড়বে৷ প্রচুর ছোট ব্যবসায়ী জিওমার্টে রেজিস্টার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন৷ ভারতে আরও ব্যবসা বাড়বে হোয়াটসঅ্যাপ-এর৷ ব্যবসা করার জন্য প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ-এর প্ল্যাটফর্মকেই ভরসা করবেন৷

বিআইএফ-এর প্রেসিডেন্ট টিভি রামচন্দ্রণের বক্তব্য, ফেসবুক ও জিও -- দুই সংস্থাই ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের প্রথমসারির সদস্য৷ এবং নিজেদের ক্ষেত্রে লিডার৷ এই চুক্তিতে দেশের ডিজিটাল ক্ষেত্রের আরও দ্রুত বিকাশ হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কফির কাপে নলেন গুড়, দোকানে হামলে পড়ছে ক্রেতারা! বর্ধমানের এই ছোট্ট ক্যাফে এখন ট্রেন্ডিং
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Facebook-Jio Deal| জিও-ফেসবুক চুক্তিতে ডিজিটাল ভারত আরও আত্মবিশ্বাসী হল: BIF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল