TRENDING:

Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে

Last Updated:

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় অভিযুক্তের সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: সম্পত্তি নিয়ে বিবাদের জেড়ে খুন হতে হল গ্রেটার নয়ডার বসবাসকারী এক বাসিন্দাকে৷ কিন্তু সমস্যা হল খুনের কায়দা ও অনুপ্রেরণার উৎস নিয়ে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে৷
অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে
অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে
advertisement

ঘটনটি ঘটেছে গ্রেডার নয়ডায়৷ অভিযুক্ত ৪২ বছরের প্রবীণ এক সময় দিল্লি পুলিশের কনস্টেবল ছিলেন৷ যে ব্যক্তি খুন হন তাঁর নাম অঙ্কুশ৷ প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় রিপোর্ট জানানো হয়৷

আরও পড়ুন: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

advertisement

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় প্রবীণের সঙ্গে৷ অঙ্কুশের কাছ থেকে অভিযুক্ত ১.১৮ কোটির একটা ফ্ল্যাট কেনে এবং ৩০ লাখ টাকা ডাউনপেমেন্ট দেওয়ার কথা প্রতিশ্রুতি দেন৷

কিন্তু তা না দিয়েই সে কানাডা চলে যায়৷ তারপর দেশে ফিরে এলে অঙ্কুশ বাকি টাকা চাইলেই সে এই খুনের পরিকল্পনা নেয়৷ ৯অগাস্ট, শুরু হয় খুনের চিত্রনাট্য রচনা৷

advertisement

আরও পড়ুন: ৪০ জন ভারতীয় নিয়ে নেপালে পাহাড় থেকে নদীতে বাস! মৃত বহু, চারিদিকে হাহাকার

অঙ্কুশকে টাকা দিতে রাজি হয়৷ গাড়িতেই কোনওভাবে প্রবীণ তাঁকে নেশা জাতীয় কিছু খাওয়াতে সক্ষম হন৷ তারপর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং-এ গিয়ে হাতুড়ির আঘাতে মেরে ফেলে অঙ্কুশকে৷ মৃতদেহ সরানোর আগে অঙ্কুশের ফোন থেকে তাঁর আইনজীবী ও বন্ধুকে ফোন করে সম্পত্তির কাগজ তৈরি করে রাখতে বলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পুলিশ জানায় মূলত বাড়িটি হাতানোর জন্যই প্রবীণ এই খুনের পরিকল্পনা নেয়৷ পার্কিং-এর সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তাকে আটক করতে সক্ষম হয় নয়ডা পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা-সহ একাধিক মামলা রজু করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল