হায়দরাবাদ পুলিশ সূত্রের খবর, সুরেশ কুমারের ল্যাব টেকনিশিয়ানের সঙ্গে সমকাম সম্পর্ক ছিল৷ এই যৌন সম্পর্কের বদলে টেকনিশিয়ান টাকা চেয়েছিল৷ সেই নিয়েই বচসা বাঁধে৷ ওই টেকনিশিয়ানই ইসরো বিজ্ঞানীকে খুন করেছে বলে জানা গিয়েছে৷
অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানের নাম জে শ্রীনিবাস৷ সেক্সের বদলে টাকা নিয়ে বচসা চলতে চলতেই বিজ্ঞানীর গলায় ছুরি চালিয়ে দেয় শ্রীনিবাস৷ শ্রীনিবাস কাছেই একটি হস্টেলে থাকত৷ বিজ্ঞানীর ফ্ল্যাটে সে ঘনঘন যেত বলে জানা গিয়েছে৷ রাতে থাকত৷ শ্রীনিবাস পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে৷ পুলিশ জানিয়েছে, সুরেশ কুমারের সোনার আংটি, ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও ফ্ল্যাটের চাবি শ্রীনিবাসের কাছে উদ্ধার হয়েছে৷ পুলিশ ফোন কল রেকর্ড খতিয়ে দেখছে৷
advertisement
মৃত বিজ্ঞানীর স্ত্রী ইন্দিরা সুরেশ কুমার চেন্নাইয়ে ব্যাঙ্কে চাকরি করেন৷ তিনি অনেক বার ফোন করেও স্বামীর সাড়া পাননি৷ পরে তাঁর আত্মীয়রা ফ্ল্যাটে গিয়ে দেখেন, সুরেশ কুমারের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লাগানো৷ কেরালার ওই বিজ্ঞানী ২০ বছর ধরে ইসরো-য় কর্মরত৷ দরজা ভাঙতেই দেখা যাচ্ছে, রক্তের মধ্যে পড়ে রয়েছে দেহ৷
আরও ভিডিও: দেখুন কীভাবে ভরা বাজারে যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করল মহিলা