দিল্লি পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে সেই অভিযুক্ত ব্যক্তিকে। তার দাবি, মেয়েটির সঙ্গে তার আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন কথা বলার পর মেয়েটি উত্তর দেন না। তাতেই তার রাগ হয়। এবং তাঁকে অনুসরণ করে রাস্তায়। মেয়েটি তখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ব্যক্তিটি বন্দুক চালায় তাঁকে তাক করে। হত্যা করতে চেয়েছিল মেয়েটিকে।
advertisement
আরও পড়ুন: 'টিকিট দেখি', ১৫ দিন ধরে স্টেশনে ডিউটি জাল টিটিই-র! বড় কাণ্ড ফাঁস রেলের
ব্যক্তি আরও দুই বন্ধুর সঙ্গে মিলে হত্যার পরিকল্পনা করে। তিন জনে মিলেই মেয়েটিকে ধাওয়া করে। মূল অভিযুক্ত গুলি ছোড়ে।
মূল অভিযুক্তের সেই দুই বন্ধুকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের বয়ান অনুযায়ী, দু'বছর আগে মেয়েটির সঙ্গে আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। গত ৫-৬ মাস আগে মেয়েটি আচমকা কথা বলা বন্ধ করে দেয়। তাতেই রাগ চেপে যায় ওই ব্যক্তির।
আরও পড়ুন: স্ত্রীর উপবাসের জন্য চিকিৎসকের বিলম্ব, মায়ের কোলে ৫ বছরের শিশু বিনা চিকিৎসায় চিরঘুমে
পুলিশ ওই তিন অভিযুক্তের কাছ থেকে দু'টি দেশি পিস্তল উদ্ধার করেছে। বাকি তদন্ত এখনও চলছে।