স্ত্রীর উপবাসের জন্য চিকিৎসকের বিলম্ব, মায়ের কোলে ৫ বছরের শিশু বিনা চিকিৎসায় চিরঘুমে

Last Updated:

MadhyaPradesh Health : এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরে ৷ অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোনও পরিষেবাই পায়নি ওই অসুস্থ শিশু ৷

পাঁচ বছরের এক শিশু মায়ের কোলেই ঢলে পড়েল মৃত্যুর কোলে
পাঁচ বছরের এক শিশু মায়ের কোলেই ঢলে পড়েল মৃত্যুর কোলে
জব্বলপুর : সরকারি স্বাস্থ্য পরিষেবায় চূড়ান্ত অবহেলার নজির ৷ পাঁচ বছরের এক শিশু মায়ের কোলেই ঢলে পড়েল মৃত্যুর কোলে ৷ এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরে ৷ অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোনও পরিষেবাই পায়নি ওই অসুস্থ শিশু ৷
হতভাগ্য শিশুর নাম ঋষি ৷ তাকে নিয়ে পরিজনরা এসেছিলেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও কোনও চিকিৎসককে পাননি তাঁরা ৷ অসহায় মায়ের কোলেই তার সন্তান চিরতরে ঘুমিয়ে পড়ে ৷ এই ঘটনায় আরও এক বার কাঠগড়ায় গ্রামীণ এলাকায় দুর্বল স্বাস্থ্য পরিষেবা ৷ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জেরে তীব্র ক্ষোভে ফুঁসছে ৷ তাঁদের অভিযোগ, এমনকি, শিশুর মৃত্যুর পরও ওই স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে দেখতে পাওয়া যায়নি ৷
advertisement
আরও পড়ুন : ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-শ্রদ্ধার্ঘ্য
সংবাদমাধ্যমে প্রকাশ, ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের কাছে যখন জানতে চাওয়া হয় যে কেন তিনি দেরি করে এসেছেন, তখন তিনি জানান তার আগের দিন তাঁর স্ত্রী উপবাস ব্রত পালন করেছিলেন৷ তাই পরের দিন তাঁর কাজে আসতে দেরি হয়েছে ৷
advertisement
advertisement
এই সপ্তাহের গোড়াতেই মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আরও অনিয়ম প্রকাশ্যে চলে আসে ৷ জব্বলপুরের এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ৷ তাঁরা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ ৷ ‘আয়ুষ্মান ভারত’ কার্ড আছে এমন ৭০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালের বদলে রাখা হয়েছিল হোটেলে ৷ অভিযোগ, ওই চিকিৎসক দম্পতির ছেলের হোটেলে তাঁদের থাকতে বাধ্য করা হয়েছিল ৷ যাতে তাঁদের বর্ধিত ব্যয়ের বিল প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় জমা দেওয়া যায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর উপবাসের জন্য চিকিৎসকের বিলম্ব, মায়ের কোলে ৫ বছরের শিশু বিনা চিকিৎসায় চিরঘুমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement