স্ত্রীর উপবাসের জন্য চিকিৎসকের বিলম্ব, মায়ের কোলে ৫ বছরের শিশু বিনা চিকিৎসায় চিরঘুমে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
MadhyaPradesh Health : এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরে ৷ অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোনও পরিষেবাই পায়নি ওই অসুস্থ শিশু ৷
জব্বলপুর : সরকারি স্বাস্থ্য পরিষেবায় চূড়ান্ত অবহেলার নজির ৷ পাঁচ বছরের এক শিশু মায়ের কোলেই ঢলে পড়েল মৃত্যুর কোলে ৷ এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুরে ৷ অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোনও পরিষেবাই পায়নি ওই অসুস্থ শিশু ৷
হতভাগ্য শিশুর নাম ঋষি ৷ তাকে নিয়ে পরিজনরা এসেছিলেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও কোনও চিকিৎসককে পাননি তাঁরা ৷ অসহায় মায়ের কোলেই তার সন্তান চিরতরে ঘুমিয়ে পড়ে ৷ এই ঘটনায় আরও এক বার কাঠগড়ায় গ্রামীণ এলাকায় দুর্বল স্বাস্থ্য পরিষেবা ৷ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জেরে তীব্র ক্ষোভে ফুঁসছে ৷ তাঁদের অভিযোগ, এমনকি, শিশুর মৃত্যুর পরও ওই স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে দেখতে পাওয়া যায়নি ৷
advertisement
আরও পড়ুন : ৩ হাজার ৪২৫ বালুকা-লাড্ডু ও ফুল দিয়ে পুরীর সৈকতে গজানন, গণেশ চতুর্থীতে বালুকাশিল্পীর সুদর্শন পট্টনায়কের সৃষ্টি-শ্রদ্ধার্ঘ্য
সংবাদমাধ্যমে প্রকাশ, ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের কাছে যখন জানতে চাওয়া হয় যে কেন তিনি দেরি করে এসেছেন, তখন তিনি জানান তার আগের দিন তাঁর স্ত্রী উপবাস ব্রত পালন করেছিলেন৷ তাই পরের দিন তাঁর কাজে আসতে দেরি হয়েছে ৷
advertisement
advertisement
এই সপ্তাহের গোড়াতেই মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আরও অনিয়ম প্রকাশ্যে চলে আসে ৷ জব্বলপুরের এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ৷ তাঁরা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ ৷ ‘আয়ুষ্মান ভারত’ কার্ড আছে এমন ৭০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালের বদলে রাখা হয়েছিল হোটেলে ৷ অভিযোগ, ওই চিকিৎসক দম্পতির ছেলের হোটেলে তাঁদের থাকতে বাধ্য করা হয়েছিল ৷ যাতে তাঁদের বর্ধিত ব্যয়ের বিল প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় জমা দেওয়া যায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 2:44 PM IST