TRENDING:

Tiljala Incident: রাজ্যে আসছে এনসিপিপিআর-এর প্রতিনিধি দল, তিলজলার ঘটনা নিয়ে খতিয়ে দেখবে পরিস্থিতি

Last Updated:

Tiljala Incident: তিলজলার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চায় কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিলজলা ও মালদহের ঘটনায় আগামিকাল রাজ্যে আসছে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্কা কানুনগো ও কমিশনের মেম্বার সেক্রেটারি রূপালী বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটায় কলকাতা বিমান বন্দরে পৌঁছাবেন তাঁরা। তিলজলার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চায় কমিশন। তিলজলায় শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বন্ডেল গেট-সহ পিকনিক গার্ডেন এলাকায। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পার্ক সার্কাস এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যে রেল অবরোধও করা হয়। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে।
advertisement

ঘটনাস্থলে যায় পুলিশ, আরপিএফ এবং জিআরপি। যদিও অবরোধকারীদের দাবি, সাত বছরের ওই বালিকার উপর নির্যাতনকারী এবং খুনের অভিযোগে ধৃত যুবকের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, ঘটনার প্রতিবাদে থানা ভাঙচুরের ঘটনায় যে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদেরও নিঃশর্ত মুক্তি দিতে হবে৷ ঘটনার পরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তিলজলা থানা চত্বরে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা৷

advertisement

আরও পড়ুন - 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের

আরও পড়ুন - কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী

ওই ঘটনায় প্রথমে চার জনকে আটক করে পুলিশ৷ পরে তাঁদের মধ্যে ২ জনকে ছেড়ে দিলেও অন্য দু জনকে গ্রেফতার করা হয়৷ রেল অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন রেল যাত্রীরা৷ দীর্ঘক্ষণ ট্রেনের ভিতরে আটকে থাকার পর অনেকে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন৷ অন্যদিকে বন্ডেল গেট এলাকাতেও দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে ৷ পিকনিক গার্ডেন এলাকায় পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুরও করা হয়৷ একটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়৷ ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ বন্ধ হয়ে যায় এলাকা৷

advertisement

বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে প্রাথমিক ভাবে কিছুটা পিছু হঠে পুলিশ৷ আশেপাশে থানার থেকেও পুলিশবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়৷ নামানো হয় র‍্যাফ। এলাকায় দমকলের গাড়ি পৌঁছলে সেটিকে লক্ষ্য করেও ইট ছোড়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দেশ/
Tiljala Incident: রাজ্যে আসছে এনসিপিপিআর-এর প্রতিনিধি দল, তিলজলার ঘটনা নিয়ে খতিয়ে দেখবে পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল