TRENDING:

মর্মান্তিক! ৩৯ বছরের দলিত রাজনৈতিক কর্মীকে পিটিয়ে হত্যা করল শ্বশুরবাড়ির লোকেরা

Last Updated:

উত্তরাখণ্ডের পরিবর্তন পার্টির নেতা পিসি তিওয়ারি জানান, গত ২৭ অগাস্ট দম্পতি তাঁদের জীবনের হুমকির কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি লিখেছিলেন। তিয়ারির আক্ষেপ, যদি প্রশাসন পদক্ষেপ করত, তা হলে হয়তো জগদীশের প্রাণ যেত না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলমোরা: উত্তরাখণ্ডের আলমোরা জেলায় মর্মান্তিক ঘটনা! ভালবেসে বিয়ে করার 'অপরাধ'-এর বলি এক দলিত যুবক। শ্বশুরবাড়ির লোকেরা পিটিয়ে হত্যা করল তাঁকে। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানালেন, আলমোরা জেলার সেই যুবক উঁচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে মেয়ের বাড়ির লোকেরা হত্যা করে তাঁকে।
advertisement

মৃতের নাম জগদীশচন্দ্র। বয়স ৩৯ বছর। পানুয়াধোখান গ্রামের দলিত রাজনৈতিক কর্মী ছিলেন তিনি। শুক্রবার একটি গাড়ির ভিতর তাঁর দেহ উদ্ধার হয়। ভিকিয়াসেন গ্রামের কাছে। শরীরের বিভিন্ন জায়গায় মোট ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, লাঠির মতো অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এমনটাই জানালেন সলত সাব-ডিভিশনের তহশিলদার নিশা রানি।

advertisement

তাঁর কথায় জানা গেল, জগদীশচন্দ্রের স্ত্রীর মা, সৎ বাবা, সৎ ভাইকে আটক করা হয়েছে যখন তারা গাড়ি করে দেহ নিয়ে যাচ্ছিল। তার পরেই তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কারাগারের ভিতরে থালায় রোজ ‘পাঁচ তারা রেটিং’-এর সুস্বাদু খাবার, আপ্লুত বন্দিরা

গত ২১ অগাস্ট বিয়ে হয় জগদীশচন্দ্রের। রানি জানালেন, বৃহস্পতিবারই শিলাপানি সেতু থেকে জগদীশচন্দ্রকে তুলে নিয়ে যায় মেয়ের বাড়ির সদস্যরা।

advertisement

২০২১ সালে পরিবর্তন পার্টির হয়ে চন্দ্র সলত বিধানসভা আসনের উপ-নির্বাচনে লড়ে৷ ফেবরুয়ারি মাসের বিধানসভা নির্বাচনেও তিনি লড়েন, কিন্তু হেরে যান।

আরও পড়ুন: অতিমারিতে বন্ধ থাকা সুবিধা ফিরছে রেলে, ১০৮টি ট্রেনের যাত্রীরা পাবেন বালিশ-কম্বল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তরাখণ্ডের পরিবর্তন পার্টির নেতা পিসি তিওয়ারি জানান, গত ২৭ অগাস্ট দম্পতি তাঁদের জীবনের হুমকির কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি লিখেছিলেন। তিয়ারির আক্ষেপ, যদি প্রশাসন পদক্ষেপ করত, তা হলে হয়তো জগদীশের প্রাণ যেত না। একইসঙ্গে এই হত্যাকে 'উত্তরাখণ্ডের লজ্জা' হিসেবে চিহ্নিত করে মৃতের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মর্মান্তিক! ৩৯ বছরের দলিত রাজনৈতিক কর্মীকে পিটিয়ে হত্যা করল শ্বশুরবাড়ির লোকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল