TRENDING:

কাঠুয়াকাণ্ডে বির্তকিত মন্তব্য করে চাকরি খোয়ালেন এক ব্যাঙ্ক কর্মী

Last Updated:

সারা দেশ জুড়ে যখন কাঠুয়া ও উন্নাও গণধর্ষণে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ঠিক তখনই কাঠুয়াকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ালেন কেরলের এক ব্যাঙ্ক কর্মী ৷ ৮ বছরের শিশুর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনায় সারা বিশ্ব গভীর মর্মাহত তখনই এমন দায়িত্ব জ্ঞানহীনের মত মন্তব্য করে মানুষের সংবেদনশীলতাকে গভীর আঘাত করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি: সারা দেশ যখন কাঠুয়া ও উন্নাও গণধর্ষণে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ঠিক তখনই কাঠুয়াকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ালেন কেরলের এক ব্যাঙ্ক কর্মী ৷ ৮ বছরের শিশুর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যখন সারা বিশ্ব গভীর মর্মাহত তখনই এমন দায়িত্ব জ্ঞানহীনের মত মন্তব্য করে মানুষের সংবেদনশীলতাকে গভীর আঘাত করেছে ৷
advertisement

আরও পড়ুন  :  কাঠুয়া ধর্ষণকাণ্ডে বিশেষ ফাস্টট্র্য়াক আদালত গঠনের নির্দেশ মহেবুবা মুফতির

কোটাক ব্যাঙ্ক কোচির শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিষ্ণু নন্দকুমার ফেসবুকে অসংবেদনশীল মন্তব্য করে সবার রোষানলে পড়েন । তিনি লেখেন এই বয়সে মেয়েটি খুন হয়েছে, ভালই হয়েছে না হলে, পরে ভারতে বোমা ফেলার জন্যই আসত । কখন পোস্টটি করা হয় তা না জানলেও মুহূর্তের মধ্যেই তার এই চরম অবিবেচকর মত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তোলে । ট্যুইটারে তার বরাখাস্তের দাবি ওঠে ।

advertisement

আরও পড়ুন  :  কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মানুষকে ব্যাথিত করার ঘটনায় অসহানুভূতিশীলের মত মন্তব্য় করার দায়ে ব্যাঙ্ক কতৃপক্ষ তাকে বরকাস্ত করে বিষ্ণু নন্দকুমারকে ৷ কারণ হিসাবে দেখায় কাজে অদক্ষতার কারণেই তাকে বরখাস্ত করা হল । ব্যাঙ্ক কতৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়াকাণ্ডে বির্তকিত মন্তব্য করে চাকরি খোয়ালেন এক ব্যাঙ্ক কর্মী