আরও পড়ুন : কাঠুয়া ধর্ষণকাণ্ডে বিশেষ ফাস্টট্র্য়াক আদালত গঠনের নির্দেশ মহেবুবা মুফতির
কোটাক ব্যাঙ্ক কোচির শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিষ্ণু নন্দকুমার ফেসবুকে অসংবেদনশীল মন্তব্য করে সবার রোষানলে পড়েন । তিনি লেখেন এই বয়সে মেয়েটি খুন হয়েছে, ভালই হয়েছে না হলে, পরে ভারতে বোমা ফেলার জন্যই আসত । কখন পোস্টটি করা হয় তা না জানলেও মুহূর্তের মধ্যেই তার এই চরম অবিবেচকর মত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তোলে । ট্যুইটারে তার বরাখাস্তের দাবি ওঠে ।
advertisement
আরও পড়ুন : কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের
মানুষকে ব্যাথিত করার ঘটনায় অসহানুভূতিশীলের মত মন্তব্য় করার দায়ে ব্যাঙ্ক কতৃপক্ষ তাকে বরকাস্ত করে বিষ্ণু নন্দকুমারকে ৷ কারণ হিসাবে দেখায় কাজে অদক্ষতার কারণেই তাকে বরখাস্ত করা হল । ব্যাঙ্ক কতৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করে ।