TRENDING:

School Boy Cardiac Arrest : মর্মান্তিক! ক্লাস চলাকালীন লুটিয়ে পড়ল পড়ুয়া, হৃদরোগে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের

Last Updated:

School Boy Cardiac Arrest : শিক্ষক এবং সহপাঠীরা জানান, গত ২ সেপ্টেম্বর সেই পড়ুয়ার জন্মদিন ছিল। ১৪ বছরে পা দিয়েছিল সে। তাঁর বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। এক যমজ ভাই এবং দুই দিদি আছে মৃত পড়ুয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: বুধবার লখনউয়ে ক্লাস চলাকালীন মৃত্যু হয় নবম শ্রেণির পড়ুয়ার। আলীগঞ্জের সিটি মন্টেসরি স্কুলের ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া লখনউতে। রসায়নের পড়াশোনা চলছিল ক্লাসে। চিকিৎসকের মতে, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয় নবম শ্রেণির পড়ুয়া।
স্কুলপড়ুয়ার মৃত্যু হৃদরোগে
স্কুলপড়ুয়ার মৃত্যু হৃদরোগে
advertisement

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পড়ুয়াকে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁকে কেজিএমইউ-এর কার্ডিওলজি ডিপার্টমেন্টে যেতে বলা হয়। কেজিএমইউ-তে চিকিৎসকেরা পডুয়াকে মৃত বলে ঘোষণা করেন।

আপাতত ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শিক্ষক রসায়ন পড়াচ্ছিলেন। হঠাৎ ক্লাসের বাচ্চারা শিক্ষককে জানান, ওই পড়ুয়া জ্ঞান হারিয়েছে। শিক্ষক দাবি করেছেন, তিনি সঙ্গে সঙ্গে ছাত্রের ডেস্কে ছুটে যান। ছাত্রকে তুলে ধরেনষ এমনকি বুকে পাম্পও করতে থাকেন। সিপিআর-ও দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় স্কুলের নার্সকে ডাকা হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কেজিএমইউ। তাও বাঁচানো গেল না পড়ুয়াকে।

advertisement

আরও পড়ুন: অসুস্থ সন্দীপ রায়, ‘ফেলুদা’র শ্যুট বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন পরিচালক

স্কুলের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। গভীর শোকে পাওথর আমরা সবাই। স্কুলের শিক্ষকদের সঙ্গে নার্স একটি গাড়িতে করে ওর সঙ্গে গিয়েছিলেন। ততক্ষণে পড়ুয়ার বাবাকেও খবর দিয়ে দেওয়া হয়েছিল। উনি মেডিক্যাল সেন্টারে পৌঁছে গিয়েছিলেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিক্ষক এবং সহপাঠীরা জানান, গত ২ সেপ্টেম্বর সেই পড়ুয়ার জন্মদিন ছিল। ১৪ বছরে পা দিয়েছিল সে। তাঁর বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। এক যমজ ভাই এবং দুই দিদি আছে মৃত পড়ুয়ার।

বাংলা খবর/ খবর/দেশ/
School Boy Cardiac Arrest : মর্মান্তিক! ক্লাস চলাকালীন লুটিয়ে পড়ল পড়ুয়া, হৃদরোগে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল