TRENDING:

ছুরি দিয়ে নিজের বুক কেটে মোদির নাম লিখলেন এই ভক্ত!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিহার: সারা দেশে বিজেপির বিপুল জয়ের পর আনন্দে মেতে উঠেছে সারা দেশের মানুষ। কেউ রাখছে নিজের সদ্যজাতর নাম মোদি। তো আবার কেউ বুকে লিখছেন মোদির নাম। এ যেন সত্যিই রাম রাজার রাজত্ব। রাম ভক্ত হনুমান বুক চিড়ে রাম সীতা কে দেখিয়েছিলেন। মোদির রাজ্যে ছুড়ি দিয়ে রক্ত ঝড়িয়ে বুকে তাঁর ভক্ত লিখছে মোদির নাম।
advertisement

বিহারের মোতিহারী জেলার বাসিন্দা সোনু প্যাটেল। তিনি বিজেপি সমর্থক৷ দেওয়াল লিখন হোক কিংবা জনসভা বা বাড়ি বাড়ি ঘুরে প্রচারেও এক্কেবারে প্রথম সারিতে দেখতে পাওয়া যায় তাঁকে। ব্যক্তিগত জীবন এবং বিজেপি-নরেন্দ্র মোদি ছাড়া কিছুই যেন বোঝেন না তিনি। সারা দেশে মোদির জয়ের পর তিনি যা করলেন তা সত্যিই অবাক করে। নিজের বুকে ছুরি দিয়ে কেটে লিখলেন মোদির নাম। গোটা গোটা হরফে মোদি লিখতে গিয়ে রক্তে ভেসে গিয়েছে ওই যুবকের বুক। তবে তাঁর মুখে হাসি রয়েছে সবসময়। জয়ের আনন্দের কাছে ম্লান হয়ে গিয়েছে শারীরিক কষ্ট। সোনুর এই কারসাজি লোকমুখে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁর এই কাজকে পাগলামি বলে কটাক্ষ করেছেন। তবে বিজেপি নেতৃত্বরা এমন একনিষ্ঠ কর্মীকে বাহবা না দিয়ে পারেনি। সোনু এখন মোদি দর্শনের অপেক্ষায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
ছুরি দিয়ে নিজের বুক কেটে মোদির নাম লিখলেন এই ভক্ত!