বিহারের মোতিহারী জেলার বাসিন্দা সোনু প্যাটেল। তিনি বিজেপি সমর্থক৷ দেওয়াল লিখন হোক কিংবা জনসভা বা বাড়ি বাড়ি ঘুরে প্রচারেও এক্কেবারে প্রথম সারিতে দেখতে পাওয়া যায় তাঁকে। ব্যক্তিগত জীবন এবং বিজেপি-নরেন্দ্র মোদি ছাড়া কিছুই যেন বোঝেন না তিনি। সারা দেশে মোদির জয়ের পর তিনি যা করলেন তা সত্যিই অবাক করে। নিজের বুকে ছুরি দিয়ে কেটে লিখলেন মোদির নাম। গোটা গোটা হরফে মোদি লিখতে গিয়ে রক্তে ভেসে গিয়েছে ওই যুবকের বুক। তবে তাঁর মুখে হাসি রয়েছে সবসময়। জয়ের আনন্দের কাছে ম্লান হয়ে গিয়েছে শারীরিক কষ্ট। সোনুর এই কারসাজি লোকমুখে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁর এই কাজকে পাগলামি বলে কটাক্ষ করেছেন। তবে বিজেপি নেতৃত্বরা এমন একনিষ্ঠ কর্মীকে বাহবা না দিয়ে পারেনি। সোনু এখন মোদি দর্শনের অপেক্ষায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2019 10:01 AM IST