মুম্বইয়ের দাদার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন বছর একচল্লিশের ওই ব্যাক্তি ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যাক্তি ব্যাঙ্কে কর্মরত এবং বিবাহিত ৷ তবে ডেটিং অ্যাপে মাঝে মধ্যেই বিচরণ করেন তিনি ৷ গত ২১ মে তাঁর ফোনে একটি মেসেজ আসে ৷ সেখানে সুন্দরী মেয়েদের সঙ্গে ডেটিংয়ের প্রস্তাব দেওয়া হয় ৷ পপ-আপ মেসেজটি খুলতেই তাঁর নাম, ফোন নম্বর, বয়স, ঠিকানা জানতে চাওয়া হয় ৷ সমস্ত কিছু দেওয়ার পর একটি ফোন আসে তাঁর মোবাইলে ৷
advertisement
আরও পড়ুন: ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার করেন পুরুষরা, বলছে গবেষণা
পুলিশের কাছে ওই ব্যাক্তি জানান, তানিয়া নামের একটি মেয়ে তাঁকে বলে এই সুযোগ পেতে গেলে প্রথমে ৩ লক্ষ ৪০ হাজার টাকা জমা দিতে হবে তাঁকে ৷ এর বিনিময়ে সারাদিন পাঁচ তারা হোটেলে পছন্দের মানুষের সঙ্গে কাটাতে পারবেন তিনি ৷ তিনটি ধাপে নেওয়া হবে এই টাকা ৷ পরে অবশ্য সমস্ত টাকাই তাঁকে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয় ৷ এরপরেই সব মিলিয়ে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয় করেন তিনি ৷ ওই ব্যাক্তি জানান, তারপরেও কোনও ডেটিংয়ের ব্যবস্থা করেনি ওই সংস্থা ৷ তখন টাকা ফেরত চান তিনি ৷ বারবার ফোন ও মেইল করে টাকা ফেরত চাইতে থাকেন ৷ কিন্তু ওই সংস্থার তরফে তাঁকে বলা হয়, আরও কিছু টাকা না দিলে টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না ৷ এমনকী বারবার বিরক্ত করলে পুলিশে সব কথা জানিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷
মি ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই ব্যাক্তি জানান, আগের টাকা গুলো ফেরত পেতে আরও টাকা ওই সংস্থাকে দিয়েছিলেন তিনি ৷ মোট ১২ লক্ষ ৫৫ হাজার টাকা খরচ করার পর একদিন হঠাৎই তিনি দেখেন, ওই সংস্থার ওয়েবসাইট থেকে তাঁর অ্যাকাউন্টই ডিলিট করে দেওয়া হয়েছে ৷ এরপরেই পুলিশে জানানোর সিদ্দান্ত নেন তিনি ৷