TRENDING:

পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ ৮ জওয়ান জখম আরও ২৪

Last Updated:

ফের জঙ্গি আক্রমণের নিশানায় শ্রীনগর ৷ শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হলেন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ফের জঙ্গি আক্রমণের নিশানায় শ্রীনগর ৷ শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হলেন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা গিয়েছে দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা ৷
advertisement

ভারতীয় সেনা সূত্র খবর, এদিন বিকেলে ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷

জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷

advertisement

সিআরপিএফ কমান্ডান্ট রাজেশ যাদব সাংবাদিকদের জানান, এই হামলায় ৮ জন জওয়ানকে হারিয়েছে ভারতীয় সেনা ৷ আরও ২৪ জন জওয়ান আহত হয়েছেন ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনার খবর পেয়ে বাকি এলাকায় সতর্কতা জারি হয়েছে ৷

advertisement

সিআরপিএফের আইজি নলিন প্রভাত ঘটনাস্থলে এসে বলেন, জঙ্গিরা সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল ৷ এরা লস্করের সদস্য ৷ পরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে ৷

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ট্যুইটের মাধ্যমে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন, ‘শহিদ জওয়ানদের আমার শ্রদ্ধা জানাই ৷ তাঁদের পরিবারের পাশে আছি ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এই নিয়ে একমাসের মধ্যে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের বাসকে দু’বার টার্গেট করল কোনও জঙ্গি সংগঠন ৷ গত ৩ জুন বিজবেহরায় এমনই একটি বিএসএফ জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান দু’জন জওয়ান ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ ৮ জওয়ান জখম আরও ২৪