বেতন কাঠামোয় এর ফলে কি পরিবর্তন এল, আসুন দেখে নেওয়া যাক,
সপ্তম বেতন কমিশনের সুপারিশে ক্যাবিনেট অনুমোদন দেওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নূন্যতম সাত হাজার টাকা থেকে মাসিক ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷ ক্যাবিনেট সেক্রেটারিদের বেতন ২.২৫ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৫ লাখ টাকা ৷
বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫৩ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি সুবিধা পাবেন ৷
advertisement
সপ্তম পে কমিশন মেট্রো শহরের বাসিন্দাদের জন্য অবশ্য বাড়ি ভাড়ার ভাতা ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৪ শতাংশ করে দেওয়ার সুপারিশ করে ৷ সেই মতো X ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২৪% Y ক্যাটাগরির বাসিন্দাদের ১৬ শতাংশ এবং Z ক্যাটাগরি বাসিন্দাদের ৮ শতাংশ হারে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র ৷ অর্থাৎ নূন্যতম ১৮,০০০ টাকা বেতন প্রাপ্ত সরকারি কর্মচারী বাসস্থানের ক্যাটাগরি অনুযায়ী, ৫৪০০ অথবা ৩৬০০ বা ১৮০০ টাকা পাবেন ৷ এর ফলে লাভবান হবেন ৭.৫ লক্ষ সরকারি কর্মচারী ৷ এর আগে ৩০, ২০, ১০ শতাংশ হারে HRA পেতেন কর্মীরা ৷
তবে HRA একটি পরিবর্তনশীল বিষয় ৷ এটি দুটি পর্যায়ে পরিবর্তিত হয় ৷
1) DA ৫০ শতাংশের বেশি হলে HRA যথাক্রমে ২৭, ১৮ এবং ৯ শতাংশ হার দেওয়া হবে ৷
2) DA ১০০ শতাংশের বেশি হলে HRA দাঁড়াবে যথাক্রমে ৩০, ২০ এবং ১০ শতাংশ
তবে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের বৃদ্ধির হার দেখে আশাহত লেভেল ১ এবং লেভেল ২ পে-রোল-এর সরকারি কর্মচারীরা ৷ নয়া বেতন পরিকাঠামোয় TA মোটামুটি ২৩৭২ টাকা কমে গিয়েছে ৷ অন্যদিকে লেভেল ৩ এবং লেভেল ৪ কর্মচারীদের ক্ষেত্রে TA সামান্যই কমেছে ৷
সিয়াচেনে মোতায়েন সেনা জওয়ানদের ভাতা ১৪,০০০ টাকা থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ৩০,০০০ টাকা করা হয়েছে ৷ অফিসারদের ক্ষেত্রে এই ভাতা মাসিক ২১,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৪২,৫০০ ৷ এর ফলে ১৪ লাখ সেনাকর্মী উপকৃত হবেন ৷
অন্যদিকে পেনশনভোগীদের চিকিৎসাভাতা দ্বিগুণ বেড়ে ১০০০ টাকা করা হয়েছে ৷ বেড়েছে মাসিক শুশ্রুষা ভাতাও ৷ মাসিক ৪,৮০০ টাকা পরিবর্তে এবার থেকে মিলবে ৭,২০০ টাকা ৷ অপারেশন থিয়েটারের ভাতা ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৫৪০ টাকা করা হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর যত্নের জন্য মাসিক ভাকা ২০৭০ টাকা-২,১০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪,১০০-৫,৩০০ টাকা ৷
সপ্তম বেতন কমিশনের এই সুপারিশ কার্যকর করতে কেন্দ্রের কাঁধে অতিরিক্ত ৩০,৭৪৮ কোটি টাকা খরচের বোঝা চাপবে।
