TRENDING:

75th Republic Day: শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের! ভারতে এসে প্রথমে ঘুরে দেখবেন গোলাপি শহর

Last Updated:

75th Republic Day: ফরাসি প্রেসিডেন্টের এই সফরে তাঁর সঙ্গে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁরা ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রোড-শোয়েও অংশগ্রহণ করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। আর ভারতের ৭৫-তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ২৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে পা রাখতে চলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। দু’দিনের ভারত সফর তিনি শুরু করবেন রাজস্থানের গোলাপি শহরে ঘুরে। আর ফরাসি প্রেসিডেন্টের এই সফরে তাঁর সঙ্গে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁরা ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রোড-শোয়েও অংশগ্রহণ করবেন।
advertisement

প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে দিল্লির কর্তব্য পথে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাকরঁ। আর তিনিই হলেন ফ্রান্সের ষষ্ঠ নেতা, যিনি মর্যাদাপূর্ণ বার্ষিক অনুষ্ঠানে যোগদান করবেন। প্রসঙ্গত, একেবারে শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আর এর মাধ্যমেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত!

advertisement

মাকরঁ-র ভারত সফর:

১. বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ জয়পুর বিমানবন্দরে নামবে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ-র বিমান। রাত ৮টা ৫০ মিনিট নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

২. গোলাপি শহরে পৌঁছে আমের ফোর্ট, যন্তরমন্তর, হাওয়া মহল ঘুরে দেখবেন মাকরঁ। আমের ফোর্টের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

advertisement

৩. প্রায় ৬ ঘণ্টা জয়পুরে কাটাবেন ফরাসি প্রেসিডেন্ট। এর মধ্যেই একটি রোড শোয়ে তাঁর সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর মধ্যে বিলাসবহুল তাজ রামবাগ প্যালেস হোটেলে ভারত এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। আশা করা হচ্ছে যে, ভারতের প্রস্তাবিত ২৬টি রাফাল-এফ (মেরিন সংস্করণ) এবং ৩টি স্করপেন সাবমেরিনও তাঁদের আলোচনায় স্থান পাবে।

advertisement

আরও পড়ুন: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল…

আরও পড়ুন: বয়স ১২, পকেটে ১০০ টাকা! তিন দিনে তিন শহরের পুলিশকে নাচিয়ে ছাড়ল বেঙ্গালুরুর কিশোর

৪. সন্ধ্যা ৬টা নাগাদ যন্তর মন্তরে একটি রোড শো শুরু হবে। আর সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ মোদি-মাকরঁ আলোচনা শুরু হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. আগামী শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করার পরে রাত ১০টা ০৫ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন ইম্যানুয়েল মাকরঁ।

বাংলা খবর/ খবর/দেশ/
75th Republic Day: শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের! ভারতে এসে প্রথমে ঘুরে দেখবেন গোলাপি শহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল