প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে দিল্লির কর্তব্য পথে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাকরঁ। আর তিনিই হলেন ফ্রান্সের ষষ্ঠ নেতা, যিনি মর্যাদাপূর্ণ বার্ষিক অনুষ্ঠানে যোগদান করবেন। প্রসঙ্গত, একেবারে শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আর এর মাধ্যমেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা মজবুত!
advertisement
মাকরঁ-র ভারত সফর:
১. বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ জয়পুর বিমানবন্দরে নামবে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ-র বিমান। রাত ৮টা ৫০ মিনিট নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
২. গোলাপি শহরে পৌঁছে আমের ফোর্ট, যন্তরমন্তর, হাওয়া মহল ঘুরে দেখবেন মাকরঁ। আমের ফোর্টের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
৩. প্রায় ৬ ঘণ্টা জয়পুরে কাটাবেন ফরাসি প্রেসিডেন্ট। এর মধ্যেই একটি রোড শোয়ে তাঁর সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর মধ্যে বিলাসবহুল তাজ রামবাগ প্যালেস হোটেলে ভারত এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। আশা করা হচ্ছে যে, ভারতের প্রস্তাবিত ২৬টি রাফাল-এফ (মেরিন সংস্করণ) এবং ৩টি স্করপেন সাবমেরিনও তাঁদের আলোচনায় স্থান পাবে।
আরও পড়ুন: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল…
আরও পড়ুন: বয়স ১২, পকেটে ১০০ টাকা! তিন দিনে তিন শহরের পুলিশকে নাচিয়ে ছাড়ল বেঙ্গালুরুর কিশোর
৪. সন্ধ্যা ৬টা নাগাদ যন্তর মন্তরে একটি রোড শো শুরু হবে। আর সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ মোদি-মাকরঁ আলোচনা শুরু হবে।
৫. আগামী শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করার পরে রাত ১০টা ০৫ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন ইম্যানুয়েল মাকরঁ।