কেন্দ্রীয় পার্সোনেল মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সন্তান যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তবে সেক্ষেত্রে এই ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ নেওয়ার ক্ষেত্রে কোনও বয়সের ঊর্ধ্বসীমা থাকছে না।
সন্তান জন্মের পর শুধু মায়েদের দায়িত্ব নয়, বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে নবজাতক পালনে৷ তাই মাতৃত্বকালীন ছুটির মতো পিতৃত্বকালীন ছুটির বিষয় নিয়ে চর্চা হয়েছে বহুবার৷ মায়েদের উপর অভিভাবকত্বের বোঝা কমাতে পিতৃত্বকালীন ছুটি বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তবে সিঙ্গল বাবাদের এই ছুটি মেলার বিষয়টিকে ইতিবাচক নজরেই দেখছেন সবাই। বর্তমানে আইন অনুযায়ী সরকারি ও বেরসরকারি উভয় ক্ষেত্রে মহিলা কর্মীরা সর্বাধিক ১৮২ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
advertisement
সম্প্রতি এক বছরের মাতৃত্বকালীন ছুটি এবং ৩০দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধার কথা ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং।