এই ঘটনায় অভিযুক্তের নাম ঈশ্বর বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ উত্তরাখণ্ডের বাসিন্দা ৪০ বছর বয়সি এই ব্যক্তি পানিপথের এক ধাবায় কাজ করে৷ পুলিশ জানিয়েছে মৃতা বালিকার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়৷ সেখানেই দেখা যায় ওই ব্যক্তি বালিকাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে৷ এই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : মোদির জন্মদিনে দেশ জুড়ে রক্ত দেবেন মানুষ! মেগা রক্তদান শিবিরের আয়োজন
সোমবার বিকেলে পানিপথের সেক্টর ফাইভে জিমখানা ক্লাবের কাছে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷ পুলিশ জানিয়েছে জেরায় অভিযুক্ত স্বীকার করেছে সে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বালিকাকে অপহরণ করে৷ তার পর কাছের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে৷ এর পর বালিকার নিথর দেহ নর্দমায় ফেলে সে পালিয়ে যায় ৷ গত ৫ মাস ধরে সে পানিপথের ফ্লোরা চকের একটি ধাবায় চাকরি করছে৷
আরও পড়ুন : ৬ কোটির বেশি সেলফি জমা! ঘরে ঘরে উড়ল পতাকা! চূড়ান্ত সফল 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি!
ময়নাতদন্তের পর বালিকার দেহ তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে৷ ময়নাতদন্তে তার দেহে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে পুলিশসূত্রে৷