Har Ghar Tiranga Movement: ৬ কোটির বেশি সেলফি জমা! ঘরে ঘরে উড়ল পতাকা! চূড়ান্ত সফল 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি!

Last Updated:

Har Ghar Tiranga Movement: স্বাধীনতার ৭৫ বছরে গোটা দেশ এক সুরে গেয়ে উঠল! 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে চূড়ান্ত সাফল্য! জমা পড়ল ৬ কোটির বেশি সেলফি, ছবি!

#নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর। এ বছর নতুন কিছু একটা মানুষকে উপহার দিতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার! সেই মত জাতীয় পতাকা নিয়ে সেলফি বা ছবি তুলে 'হর ঘর তেরঙ্গা' ওয়েবসাইটে আপলোড করার আর্জি জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রক! গোটা দেশকে এক সুতোয় বাঁধার এক চেষ্টা! আর যাতে দারুণ সফলতা এল! ৬ কোটির বেশি মানুষ সাড়া দিলেন এই ডাকে। এই ওয়েবসাইটে ৬ কোটির বেশি সেলফি আপলোড হল। বিষয়টিকে সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক!
কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "গোটা দেশ এক সুরে কথা বলেছে। গোটা দেশ এক সঙ্গে এই প্রচারকে সফলতা দিয়েছেন।" সত্যিই ৬ কোটির বেশি সেলফি জমা পড়বে, তা ভাবতে পারেননি কেউ। গোটা দেশের মানুষ সাড়া দিয়েছেন এই প্রচারে। প্রতিটি ঘরে জাতীয় পতাকার রঙে রঙিন হয়েছে এ দিন। স্বাধীনতার ৭৫ বছরে এ এক অন্য সফলতা! যা সত্যি হয়েছে মানুষের এগিয়ে আসার ফলেই।
advertisement
এ বছরের স্বাধীনতা উদযাপন সব বছরের থেকে কিছুটা আলাদা হয়েছে। জাতীয় পতাকার চাহিদাও ছিল তুঙ্গে। 'হর ঘর তেরঙ্গা'র উদ্যোগে জাতীয় পতাকার চাহিদা ছিল তুঙ্গে। প্রতিবছরের থেকে একটু বেশিই। মুম্বইয়ের 'দ্য ফ্ল্যাগ' সংস্থার অন্যতম কর্নধার দলবীর সিং নেগি জানিয়েছেন, 'জাতীয় পতাকার চাহিদা এই বছর অভূতপূর্ব হারে বেড়েছে। গত ১৬ বছরে এমন চাহিদা কখনও দেখিনি। হর ঘর তেরঙ্গা উদ্যোগের জন্যই চাহিদা বেড়েছে।' তবে শুধু মুম্বই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার এলাকাতেই এক ছবি। ভারতীয় ডাকবিভাগও অনলাইনে জাতীয় পতাকা জোগান দেওয়ার ব্যবস্থা রেখেছে। তাদের দাবি, এবার সেখানেও ভাল সাড়া পাওয়া গিয়েছে। সবটার নেপথ্যেই সরকারের 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ!
advertisement
advertisement
advertisement
কী ছিল এই 'হর ঘর তেরঙ্গা'?
কিছুদিন আগেই একটি সার্কুলার জারি করা হয়েছিল! কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি জানিয়েছিল, " সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ তৈরি করতেই এই অভিযান! জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস, ও দেশ সম্পর্কে মানুষের বোধকে আরও সচেতন করতেই হর ঘর তেরঙ্গা-র উদ্যোগ নেওয়া হয়। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই সাড়া দেন এই ডাকে। অগাস্টের ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সমস্ত ঘরে পতাকা তোলা হবে! উড়বে সেই পতাকা সব ঘরে ঘরে! তবে শুধু কথার কথা নয়, সত্যিই সফল হয় এই কর্মসূচি! ৬ কোটির বেশি সেলফি সেই কথাই জানান দেয়!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Har Ghar Tiranga Movement: ৬ কোটির বেশি সেলফি জমা! ঘরে ঘরে উড়ল পতাকা! চূড়ান্ত সফল 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement