সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘‘ঘটনার মোট ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এর মধ্যে পাঁচ জন রয়েছেন যাঁরা মেঘালয়ের বাসিন্দা, এ ছাড়া একজন রয়েছে অসম ফরেস্ট গার্ডের নিরাপত্তাকর্মী৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মেঘালয়ে পুলিশে এর ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ এই ঘটনার ভিত্তিতে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হচ্ছে৷’ মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন- ফিরহাদ হাকিমের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার মদন মিত্রের
আরও পড়ুন- কলকাতায় এক টুকরো কাতার, মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে পাটুলিতে গেলেই দেখা হয়ে যাবে !
ইতিমধ্যে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷ অসম মেঘালয় সীমান্তে এই কাঠের গাড়িটিকে আটকেছিল অসম বনবিভাগ৷ মধ্যরাত তিনটের সময় ওই গাড়ি আটকে দেওয়া হয়৷ ঘটনার প্রভাব যাতে না পড়ে সেই কারণে এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াও বন্ধ করা হয়েছে৷
ইতিমধ্যে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷