প্রায় ২৮ বছর ধরে মোটরবাইক চালাচ্ছেন তিনি৷ অগাস্টিনের কথায়, এর আগে ২৭ জন আরোহী নিয়ে তিনি ট্রাভেলিংয়ের জন্য ১৭ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ২,৬০০ কিলোমিটার সড়কপথে ভ্রমণে বেরিয়েছিলেন।
আরও পড়ুন- অগ্নিমূল্যের বাজারে মাত্র আড়াই টাকায়! ভাইরাল বৃদ্ধের দোকানের শিঙাড়ার ভিডিও
২০১৭ সালে লাদাখে তার যাত্রার কথা স্মরণ করে, অগাস্টিন বলেছেন যে এটি তার স্বপ্ন ছিল, 'আমি এমন কোনও মহিলাকে খুঁজে পাইনি যিনি এমন কিছু করেছেন। যাত্রা শুরু করার আগে আমি নিজেকে এক বছরের জন্য প্রস্তুত করেছিলাম।'
advertisement
প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনি জানিয়েছেন, 'আমি সূর্য নমস্কার অনুশীলন করেছি এবং এক বছর ধরে জগিং করেছি। এতে পিঠে ব্যথা বা মাউন্টেন ডিজিসের মতো সমস্যাগুলিকে এড়ানো সম্ভব।'
তিনি জানাচ্ছেন যে, তিনি এই কৃতিত্ব অর্জনকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ওই টিমে ৬১ জন রাইডার ছিলেন এবং ৬০ বছরের বেশি বয়সী পুরুষও ছিলেন। মহিলাদের মধ্যে ৫১ বছর বয়সী অগাস্টিন ছিলেন সবচেয়ে বয়স্ক। এখনও পর্যন্ত, কেউ এই বেঞ্চমার্ক অতিক্রম করতে পারেননি। ৬১ জন আরোহীর মধ্যে, দুর্ভাগ্যবশত অসুস্থতা এবং তাদের বাইকের যান্ত্রিক সমস্যার কারণে পাঁচজন তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারেননি।
এই যাত্রা পথে নানান চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হয়েছে অগাস্টিনকে। দিল্লি থেকে লাদাখ পর্যন্ত বুলেট চালানো নিঃসন্দেহে কঠিন কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র অগাস্টিনের মনের জোরে। অগাস্টিন একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করে বলেন যে, 'আমরা ৮০ কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছিলাম এবং আমাদের সামনে একটি ডোবা ছিল। বয়সের কথা মাথায় রেখে পুরো যাত্রায় সতর্ক ছিলাম। সেই মুহূর্তেই আমার সামনে একজন রাইডারকে ওই ডোবায় পড়তে দেখেছিলাম। আমি বাইক চালানোর সময় ওই দুর্ঘটনার সাক্ষী ছিলাম।'
আরও পড়ুন- ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির
অবশ্য নিজের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার কথাও জানিয়েছেন অগাস্টিন, কী ভাবে ভিজে বুটের কারণে যাত্রাপথে পিছিয়ে পড়তে হয়েছিল, কী ভাবে রাতের অন্ধকারে গভীর গিরিখাতের মধ্যে তাঁদের রাতভর রাইড করতে হয়েছিল এই সব নানা বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অগাস্টিন।
অগাস্টিনের বাইক চালানোয় হাতেখড়ি মাত্র ২৭ বছর বয়সে, তাঁর স্বামীর কাছে। তারপর তিনি আর থামতে চাননি। সম্প্রতি কোভিড মহামারী তার ভ্রমণপথ আপাতত বন্ধ রাখলেও আবার তিনি শীঘ্রই পরিকল্পনা শুরু করে দিয়েছেন।