গণপতির আকারে সেই পরিবার তাঁদের বাড়িতে ওই হীরাটি রেখেছে। এই দিনে পরিবারের সদস্যরা বাড়িতে গণপতির প্রতিষ্ঠা করেন। এই হীরের তৈরি গণপতির বাজার মূল্যের দিকে তাকালে হা হয়ে যাবেন। বর্তমান বাজার দর অনুযায়ী, সিদ্ধাদাতা গণেশের আকৃতির এই হীরাটির দাম প্রায় ৫০০ কোটি টাকা।
advertisement
আজ, সারা দেশে মহাড়ম্বরে পালিত হচ্ছে সিদ্ধিতা গণেশের প্রতিষ্ঠা দিবস। সুরাটেও রিয়েল ডায়মন্ড গণেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটি ডায়মন্ড সিটি নামে পরিচিত। সুরাটের কাতারগাম এলাকায় বসবাসকারী পাণ্ডব পরিবার হীরের কাজ করার সময় এটি পেয়েছিলেন। সেই হীরেটি তারা বিক্রি করেননি। গণেশের আকার দেওয়া হয়। দেখে মনে হবে জ্বলন্ত গণপতি।
পরিবারের লোকজন বছরের পর বছর ধরে বাড়িতে এটি স্থাপন করে আসছে। পান্ডব পরিবার ডায়ন্ডস অফ ইন্ডিয়া মারফত এটির খোঁজখবর করেছিল। দেখা গেছে, এটি একটি প্রাকৃতিক হীরা। তাঁদের কাছে একটি শংসাপত্রও রয়েছে। এটি হীরের একক টুকরা। আজকের দিনে দাঁড়িয়ে বাজার মূল্য অনুযায়ী এই হীরাটির দাম প্রায় ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন- স্যুইমিং পুলে সাঁতার, নেমে এল চরম পরিণতি, হার্ট অ্যাটাকের শিকার ১৯ বছরের যুবক
এই পরিবার গত ১৬ বছর ধরে এই হীরাটি সংরক্ষণ করে আসছে। অজকের দিনে প্রতি বছর হীরের গণেশ স্থাপন করা হয়। দশ দিন পর হীরাটি দুধে ধুইয়ে আবার ভল্টে রাখা হয়। এই হীরাটি সুরাটের কাতারগাম এলাকার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।