TRENDING:

আজব চুরি ! গুগল ম্যাপ দেখে পথ চিনে ১১ মন্দিরে লুঠপাট চালালেন ভিন্ন পেশার ৫ তরুণ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কর্নাটক: ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত পাঁচ তরুণ! বয়স ১৯ থেকে ২৬ বছরের মধ্যে! আচমকাই তাঁদের মাথায় এল এক আইডিয়া! অবসর সময়ে কিছু অতিরিক্ত রোজগার করবেন ! কিন্তু কীভাবে ? চুরি করে ! অথচ তাঁরা কেউই কিন্তু পেশাদার চোর নয়!
advertisement

তবে গোড়া থেকেই বলা যাক! কর্নাটকের বাসিন্দা পাঁচ যুবক গুগল ম্যাপ দেখে রাজ্যের প্রত্যন্ত এলাকার ১১টি মন্দির চিহ্নিত করেন। এই সব মন্দিরে খুব একটা পূণ্যার্থীর ভিড় হয় না, নিরাপত্তা বা নজরদারির ব্যবস্থাও নেই বললেই চলে! এরপর, গুগল ম্যাপ দেখে পথ চিনে সেই ১১টি মন্দিরে লুঠপাট চালান তাঁরা। বিগ্রহের গয়না ও পুজোর জিনিসপত্র মিলিয়ে মোট ২.৯ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করেন ! কিন্তু চমারাজানগরের পুলিশ তাঁদের থেকেও বেশি 'স্মার্ট'! পাঁচজনকেই গ্রেফতার করেছে।

advertisement

চুরি যাওয়া প্রতিটি মন্দিরই প্রত্যন্ত এলাকায় হওয়ায় চুরিগুলোর মধ্যে সাদৃশ্য খুঁজে পায় পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করে মন্দিরগুলি ঠিক কোথায় দেখতে গুগল ম্যাপের আশ্রয় নেয় পুলিশও। সেখান থেকেই তদন্তকারী অফিসারদের মাথায় আসে যে একই পদ্ধতিতে মন্দরগুলি হয়তো খুঁজে বের করেছেন চোরেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন-মেঘালয়ের খনি থেকে উদ্ধার ১ কর্মীর দেহ

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজব চুরি ! গুগল ম্যাপ দেখে পথ চিনে ১১ মন্দিরে লুঠপাট চালালেন ভিন্ন পেশার ৫ তরুণ !