TRENDING:

প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের

Last Updated:

নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: নর্মদা সংরক্ষণের বদলে শুধু দুর্নীতি হয়েছে ৷ এই দাবিতেই সরব হয়েছিলেন মধ্যপ্রদেশের পাঁচ সাধু ৷ কিন্তু সেই পাঁচ সাধুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশ সরকার ৷ আর সরকারি পদের মর্যাদা পেতেই ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ করল  তারা ৷
advertisement

পাঁচ সাধুর প্রতিমন্ত্রীর ঘটনা এবং নর্মদা ঘোটালা রথযাত্রা’ রদ  করাকে কেন্দ্র করে ফের শাসক দলকে কাঠগড়ায় তুলল কংগ্রেস ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই এমন একটি উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার ৷ এমনটাই দাবি কংগ্রেসের ৷ বিরোধী দলগুলির দাবি, বিজেপির এই পদক্ষেপ  ‘তোষণের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয় ৷ এই প্রসঙ্গে টুইট করে  ওই পাঁচ সাধুকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ৷

advertisement

প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া এই পাঁচ সাধুদের মধ্যে রয়েছেন নর্মদানন্দ মহারাজ, হরিহরানন্দ মহারাজ, কম্পিউটার বাবা, ভায়ু মহারাজ এবং পণ্ডিত যোগেন্দ্র মোহান্ত ৷ রাজ্যের একজন মন্ত্রী যা যা সুবিধা পেয়ে থাকেন ৷ সেই সমস্ত সুবিধাই পাবেন এই পাঁচ সাধু ৷

advertisement

শিবরাজ সরকারের তরফে এই মর্যাদা পাওয়ার পরই নর্মদা সংরক্ষণের আন্দোলন থেকে সর্বসমক্ষে পিছু হটেছেন দুই সাধু ৷ কম্পিউটার বাবা এবং যোগেন্দ্র মোহান্ত জানিয়েছেন, নর্মদা নদী সংরক্ষণের সমস্ত দায়ভার এবার সরকারের ৷ কারণ রাজ্য সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়ে নর্মদা নদী সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সেই কারণেই আপাতত নর্মদা আন্দোলন রদ করলেন এই পাঁচ সাধু ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

প্রতিমন্ত্রীর পদ পাওয়ার পরই কম্পিউটার বাবা জানিয়েছেন, ‘যদি আমরা সরকারি কোনও পদের সুযোগ সুবিধা না পাই তাহলে কেমনভাবে এই আন্দোলন চালাব ? কারণ শুধু আন্দোলন করেই এই সংরক্ষণ সম্ভব নয় ৷ জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলার প্রয়োজন রয়েছে ৷ ’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেই রদ ‘নর্মদা ঘোটালা রথযাত্রা’, টুইটে বিজেপিকে খোঁচা রাহুলের