TRENDING:

তল্লাশি অভিযানে বারামুল্লা থেকে আটক ৪৪জন সন্দেহভাজন জঙ্গি

Last Updated:

একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরামুল্লার SHO-কে হুমকি দিয়েছেন পাকিস্তানের  জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা।
advertisement

সোমবার উত্তর কাশ্মীরের ৭০০টি বাড়িতে হানা দেয় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে সেখান থেকে পেট্রোল বোমা, চিনের ও পাকিস্তানের পতাকা, LET ও জইশ লেটার প্যাড, বেআইনি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ৷ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মণিশ কুমার এদিন এমনটাই জানিয়েছেন ৷

সেনা, বিএসএফ, সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে সোমাবার ১০টি এলাকায় তল্লাশি চালিয়েছে ৷ কাজ়ি হামাম, গানাই হামাম, তাওইড গুঞ্জ ও জামিয়া এলাকা যে খানে জঙ্গিরা সাধারণত গা ঢাকা দিয়ে থাকে সেখানেও তল্লাশি চালানো হয়েছে ৷

advertisement

স্থানীয়রা জানিয়েছে, সোমবার মধ্যরাত ১ টার সময় গোটা এলাক ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে ৷ স্থানীয়দের বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ এরপর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ গত এক দশকে এই প্রথম এরকম অভিযান চালানো হয়েছে বরামু্লায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুলিশের তরফে জানানো তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ সেই খবরের ভিত্তিতে তারা হানা দেয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তল্লাশি অভিযানে বারামুল্লা থেকে আটক ৪৪জন সন্দেহভাজন জঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল