দিল্লি বিমানবন্দর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ইন্ডিগো জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কিছু ফ্লাইট আগাম বাতিল করা হতে পারে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু বিমান নয়, রেল চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কম দৃশ্যমানতার কারণে একাধিক ট্রেন দেরিতে চলছে। সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান সূচক ছিল ৪৫০-এর উপরে। সোমবার সকাল ৬টায় রাজধানী দিল্লিতে বাতাসের গুণমানের গড় ছিল ৪৫৬।
advertisement
ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। সোমবার সকাল ৭টায় দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে বিমান চলাচলে দেরি হচ্ছে। বিমানবন্দর ইতিমধ্যে যাত্রীদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে পরিষেবায় দেরি হতে পারে বা বিঘ্ন ঘটতে পারে।
