রবিবার সকালে ঘটনাটি ঘটে ৷ রূপান্তরকামীদের দাবি, তাঁদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় মন্দিরের ভিতরে ৷ এমনকী, তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে পুলিশকর্মীরা ৷ অবশেষে, আর কোনও উপায় না দেখে মন্দির থেকে ফিরে আসছিলেন অনন্যা, ত্রুপ্থি, অবন্তিকা এবং রঞ্জু ৷ সেই সময়ই তাঁদের উদ্দেশ্যে এক আজব শর্ত রাখেন এক পুলিশকর্মী ৷ ছেলেদের পোশাক পরলেই তাঁরা নাকি ঢুকতে পারবেন সবরীমালা মন্দিরে ৷ অন্যথা, আর কোনও উপায় নেই !
advertisement
বেশ কিছুক্ষণ কথাবার্তার পর অবশেষে পুলিশের শর্ত মেনে নিতেই বাধ্য হন তাঁরা ৷ কিন্তু তারপরেও পুলিশের হেনস্থার শিকার হন তাঁরা ৷ পোশাক পরিবর্তনের পরই পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে যান পুলিশকর্মীরা ৷ একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানান, ‘পুলিশকর্মীরা আমাদের সঙ্গে কুরূচীপূর্ণ ভাষায় কথা বলছিলেন ৷ এমনকী, আমাদের সামান্যতম সম্মান পর্যন্ত করেননি তাঁরা ৷’