TRENDING:

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭

Last Updated:

জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷ ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে চারজনের ৷ আহতের সংখ্যা ৯ ৷ আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷
advertisement

শুক্রবার মধ্যরাতে ধস নামে ৷ বনগঙ্গা-অর্ধকুয়ারি রোডের কাছে আশ্রয় নিয়েছিল তীর্থযাত্রীরা ৷ তীর্থযাত্রীদের শিবিরে মাটি ও পাথর এসে পড়ায় দুর্ঘটনাটি ঘটে ৷

শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের সিইও অজিত সাধু জানিয়েছেন, ‘ধস নামার ফলে পাঁচ বছরের শিশু সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ আরেক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৃত ব্যক্তিদের নাম শশিধর কুমার (২৯), বিন্দু সাহনি (৩০), বিশাল (৫), সাদিক (৩২) ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭