TRENDING:

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭

Last Updated:

জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷ ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে চারজনের ৷ আহতের সংখ্যা ৯ ৷ আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷
advertisement

শুক্রবার মধ্যরাতে ধস নামে ৷ বনগঙ্গা-অর্ধকুয়ারি রোডের কাছে আশ্রয় নিয়েছিল তীর্থযাত্রীরা ৷ তীর্থযাত্রীদের শিবিরে মাটি ও পাথর এসে পড়ায় দুর্ঘটনাটি ঘটে ৷

শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের সিইও অজিত সাধু জানিয়েছেন, ‘ধস নামার ফলে পাঁচ বছরের শিশু সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ আরেক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

মৃত ব্যক্তিদের নাম শশিধর কুমার (২৯), বিন্দু সাহনি (৩০), বিশাল (৫), সাদিক (৩২) ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭