পুণের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, ‘‘২টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ নিখোঁজরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য৷ তাঁরা পুণের সঈদ নগরের বাসিন্দা৷’’
পুলিশ সুপার জানিয়েছেন এখনও পর্যন্ত ৪০ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার হয়েছে৷ তার সঙ্গে মিলেছে ১৩ বছরের এক নাবালিকার দেহ৷ এছাড়াও, ৬ বছরের একটি মেয়ে এবং ৪ বছরের একটি ছেলেও ঘটনায় নিখোঁজ৷
advertisement
আরও পড়ুন: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম! মাসের শুরুতেই ধাক্কা, একলাফে কতটা বৃদ্ধি?
এই পরিবার ভূষি ড্যামের কাছে থাকা একটি ঝরনার কাছে পিকনিক করছিল৷ হয়ত, ঝরনার মাঝে পাথরে বসেও ছিল৷ কিন্তু, হঠাৎ করেই হড়পা বানে জল বেড়ে যাওয়ায় তাঁরা ঝরনার মাঝেই আটকে পড়ে৷ পরে জলের তোড়ে ভেসে যায় ও বাঁধের জলে ডুবে যায়৷ বর্তমানে নৌসেনার ডুবুরিরা বাকি দু’জনেক দেহ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন৷