TRENDING:

Punjab Assembly Elections 2022: মোবাইল মেরামতি দোকানের মালিক, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ৩৫ বছরের লভ সিং?

Last Updated:

প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী৷ অনেকেই একে বলছেন ডেভিড বনাম গোলিয়থের লড়াই৷ মোবাইল মেরামতির দোকানের মালিক লভ সিং অবশ্য তাতে দমছেন না (Punjab Assembly Elections 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভদৌর: একদিকে প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ আর তাঁর প্রতিপক্ষ ছোট্ট মোবাইল মেরামতির দোকানের মালিক৷ তা সত্ত্বেও দমছেন না ৩৫ বছরের লভ সিং (Punjab Assembly Elections 2022)৷ পঞ্জাবের নির্বাচনে এবার ভদৌর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) বিরুদ্ধে এই যুবককেই প্রার্থী করেছে আম আদমি পার্টি৷
চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আপের প্রার্থী লভ সিং৷
চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আপের প্রার্থী লভ সিং৷
advertisement

প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী৷ অনেকেই একে বলছেন ডেভিড বনাম গোলিয়থের লড়াই৷ মোবাইল মেরামতির দোকানের মালিক লভ সিং অবশ্য তাতে দমছেন না৷ বরং আত্মবিশ্বাসী গলায় বলছেন, 'গোটা দেশের সংবাদমাধ্যম ভদৌরে এসে আমাকে খুঁজছে৷ তাঁরা জানতে চাইছেন, কে সেই প্রার্থী যাঁকে হারাতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই প্রার্থী করতে হল কংগ্রেসকে?'

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী চান্নির ভাইপোকে গ্রেফতার করল ইডি, ভোটের আগে জোর শোরগোল পঞ্জাবে

advertisement

এমনিতে চরণজিৎ সিং চান্নি চমকপুর সাহিব কেন্দ্রের বিধায়ক৷ এবারেও তাঁকে সেখানে থেকেই প্রার্থী করেছে কংগ্রেস৷ সবাইকে খানিক অবাক করেই চমকপুর সাহিবের পাশাপাশি ভদৌর থেকেও চরণজিৎ সিং চান্নিকে প্রার্থী করেছে কংগ্রেস৷ অথচ এই ভদৌর কেন্দ্র থেকে গত পঞ্চাশ বছরে মাত্র একবার জয়ী হয়েছে কংগ্রেস৷ বর্তমানে এই কেন্দ্রটি রয়েছে আপ-এর দখলে৷

লভ িসং-এর দাবি, ভাদৌরের বাসিন্দারা তাঁদের মাটির মানুষকেই পছন্দ করেন৷ তাই প্রতিপক্ষে যত বড় নামই থাকুক না কেন, নিজের জয়ের বিষয়ে নিঃসংশয় দু' কামরার বাড়িতে দিনযাপন করা লভ সিং৷ তিনি জানিয়েছেন, আপাতত নিজের মোটরবাইক অথবা বাসে চড়েই ভদৌরের গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি৷ আপ প্রার্থীর কটাক্ষ, মুখ্যমন্ত্রী চান্নি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করলেও আসলে তা লোকদেখানোর জন্য৷ কারণ মুখ্যমন্ত্রীর ছেলে দু' কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরে বেড়ান৷ লভ সিং-এর আরও দাবি, 'আসলে মুখ্যমন্ত্রী চমকপুর সাহিব থেকে হারবেন জেনেই তাঁকে ভদৌরেও প্রার্থী করেছে কংগ্রেস৷'

advertisement

আরও পড়ুন: "পুরনো জিনিস নতুন মোড়কে"! রাহুলের সঙ্গে তুলনা করে অখিলেশ-জয়ন্তর জোটকে কটাক্ষ যোগীর

চান্নিকে ভদৌর থেকে জেতাতে মরিয়া কংগ্রেসও৷ ইতিমধ্যেই ভদৌর শহরে চান্নির নতুন নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে৷ ২০১২ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বর্তমানে ফরিদকোঠের সাংসদ মহম্মদ সাদিক৷ গত পঞ্চাশ বছরে তিনিই একমাত্র কংগ্রেস প্রার্থী যিনি ভদৌর থেকে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন৷

advertisement

ভদৌরে চরণজিৎ সিং চান্নির নির্বাচনী কার্যালয়৷

মহম্মদ সাদিকের অবশ্য দাবি, ভদৌর থেকে বড় ব্যবধানেই জিতবেন চান্নি৷ তাঁর পাল্টা যুক্তি, 'অনেক নেতাই দুু'টি কেন্দ্র থেকে লড়াই করেন৷ চরণজিৎ সিং চান্নি গোটা পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ তিনি সব কেন্দ্রেরই প্রার্থী৷ মুখ্যমন্ত্রী এখানে প্রার্থী হওয়ায় ভদৌর ভিআইপি কেন্দ্র হয়ে গিয়েছে৷ এখানকার মানুষও সেকথা মাথায় রেখেই ভোট দেবেন৷'

advertisement

লভ সিং অবশ্য বলছেন, 'আমি দু' কামরার বাড়িতে থাকি৷ আর মুখ্যমন্ত্রী গায়ে একটা শাল জড়িয়ে নিজেকে সাধারণ মানুষ প্রমাণ করতে চান৷ তাহলে তাঁর ছেলে ২ কোটি টাকার গাড়ি চড়ে ঘুরছে কেন? মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে তল্লাশি করেও কী করে দশ কোটি টাকা উদ্ধার করল ইডি?' স্থানীয়দের একাংশের দাবি, ভদৌর আম আদমি পার্টির যথেষ্ট শক্ত ঘাঁটি৷ ফলে ভদৌরে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Aman Sharma

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Assembly Elections 2022: মোবাইল মেরামতি দোকানের মালিক, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ৩৫ বছরের লভ সিং?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল