TRENDING:

জিয়াগঞ্জে ৩টি খুনের এক সপ্তাহ পর জালে অভিযুক্ত উৎপল বেহেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জিয়াগঞ্জ: জিয়াগঞ্জে তিন খুনের এক সপ্তাহ পর জালে অভিযুক্ত উৎপল বেহেরা। ধৃতের ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। যদিও ধৃতের মায়ের দাবি, ছেলে নির্দোষ। নিহত বিউটি পালের পরিবারেরও দাবি, উৎপল নয়, খুনে জড়িত অন্য কেউ।
advertisement

দশমীর দিন নিজেদের বাড়িতে খুন হন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর আট মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও পাঁচ বছরের ছেলে। এক সপ্তাহ পর গ্রেফতার উৎপল বেহেরা। পুলিশের দাবি, জেরায় তিনজনকে খুনের কথা স্বীকার করেছে উৎপল। আর এতেই আপত্তি নিহত বন্ধুপ্রকাশ পালের স্ত্রী বিউটির পরিবারের। তাঁদের অভিযোগ, তদন্তে ব্যর্থ পুলিশ। খুনে জড়িত অন্য কেউ। খুনের সিবিআই তদন্ত দাবি করেছেন তাঁরা। এতশত বোঝেন না নিহত বন্ধুপ্রকাশ পালের মা। তিনি তাঁর ছেলের খুনির ফাঁসি চান।

advertisement

এই চাপান-উতোরের মধ্যে ছেলেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত পেশায় রাজমিস্ত্রি উৎপলের মা। পুলিশ খুনের কিনারা হয়ে গেছে বলে দাবি করলেও তা মানতে নারাজ বিউটির পরিবার। মানতে নারাজ ধৃত উৎপলের বাবা-মাও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
জিয়াগঞ্জে ৩টি খুনের এক সপ্তাহ পর জালে অভিযুক্ত উৎপল বেহেরা