TRENDING:

পুষ্টি-চিকিৎসার অভাব, প্রতি দু’মিনিটে মরছে ৩টি ভারতীয় শিশু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে প্রতি ২ মিনিটে ৩টি শিশু মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ পরিশ্রুত জল, পুষ্টির অভাবের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে ৷ এছাড়াও জন্মের পর মিলছে না সঠিক চিকিৎসা পরিবেষা ৷ যার ফল এই মৃত্যু ৷ ২০১৭-এ প্রায় ৮লক্ষ শিশুর মৃত্যু হয়েছে জন্মের পরপরই ৷ গত ৫ বছরে এই সংখ্যাটা কিছুটা কমেছে ঠিকই কিন্তু শিশুমৃত্যুর এই সংখ্যাই যে বিশ্বে সব থেকে বেশি, তাতেই বাড়ছে উদ্বেগ ৷
advertisement

প্রতি বছরে গড়ে ২৫০লক্ষ শিশুর জন্ম হয় দেশে ৷ তার মধ্যে গড়ে শিশুমৃত্যুর হার সবথেকে বেশি ভারতেই ৷ এরপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাব্লিক অব কঙ্গো ৷ তথ্য বলছে ২০১৭-এ ৬ লক্ষ সদ্যজাতের মৃত্যু হয়েছে এবং ৫-১৪ বছরের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ১লক্ষ ৫২ হাজার ৷

তবে গত ৫ বছরে দেশে অনেকটাই কমেছে শিশু মৃত্যুর হার, যা আশা যোগাচ্ছে সমাজকর্মীদের ৷ শুধু তাই নয়, লিঙ্গ অনুপাতও কমেছে অনেকটাই ৷ হিসেব বলছে দরিদ্র দেশগুলোতে প্রতি ১৩জন শিশুর মধ্য ১জনের মৃত্যুর খবর পাওয়া যায় ৷ ধনী দেশে সেই হিসেবই এসে দাঁড়ায় প্রতি ১৮৫ শিশুর মধ্যে ১জন ৷ এই হিসেব থেকেই স্পষ্ট যে সঠিক পরিচর্যায়ে কমানো যায় শিশুমৃত্যু ৷ তবে সচেতনতা আরও বাড়ানোর কথাই বলা হয়েছে রিপোর্টে যাতে এই মৃত্যুর হার আরও কমানো যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

আরও পড়ুন প্রয়াত দেশের প্রথম মহিলা আইএএস অফিসার আন্না রাজম

বাংলা খবর/ খবর/দেশ/
পুষ্টি-চিকিৎসার অভাব, প্রতি দু’মিনিটে মরছে ৩টি ভারতীয় শিশু