প্রয়াত দেশের প্রথম মহিলা আইএএস অফিসার আন্না রাজম

Last Updated:
#মুম্বই: আন্না রাজম মালহোত্রা ৷ দেশের প্রথম মহিলা আইএএস অফিসার ৷ মঙ্গলবার সকালে আন্ধেরিতে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ ৷ আন্ধেরিতেই তাঁর শেষকার্য সম্পন্ন হয় আজ বিকেলে ৷ বার্ধক্যজনিত কারণে গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷
কেরলের এরনাকুলাম জেলায় ১৯২৭ সালে জন্ম হয় আন্নার ৷ কোজিকোড়ের একটি স্কুলেই দ্বাদশ শ্রেণী অবধি পড়াশুনা করেন তিনি ৷ এরপর চেন্নাইয়ে চলে আসেন আন্না এবং তাঁর পরিবার ৷ ম্যাড্রাস বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তিনি ৷
এরপর আর এন মালহোত্রাকে বিয়ে করেন আন্না ৷ যিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন ৷ পাশাপাশি জওহর লাল নেহেরু পোর্ট ট্রাস্ট তৈরির ক্ষেত্রেও আন্নার বিশেষ ভূমিকা ছিল ৷ জওহর লাল নেহেরু পোর্ট ট্রাস্ট বা JNPT-র চেয়ারপার্সনও ছিলেন তিনি ৷
advertisement
advertisement
১৯৮৯ সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান তিনি ৷ তামিলনাড়ুর সাতজন মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেছেন আন্না ৷ রাজীব গান্ধির সঙ্গেও বেশ কয়েকদিন কাজ করেছেন তিনি ৷ এরপর আইএএস অফিসার পদ থেকে অবসর নেওয়ার পর তিনি হোটেল লীলা ভেনচার লিমিটেডের ডিরেক্টর ছিলেন বলে আন্নার পরিবার সূত্রে খবর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত দেশের প্রথম মহিলা আইএএস অফিসার আন্না রাজম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement