জানেন, কত টাকার সম্পত্তির মালিক মোদি ?
Last Updated:
#নয়াদিল্লি: ২ কোটি টাকার মালিক তিনি ৷ কিন্তু একটিও গাড়ি নেই তাঁর ৷ কে জানেন ? তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেই রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য ৷ ২ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি ৷ কমবেশি ৫০ হাজার টাকার নগদ রয়েছে মোদির কাছে ৷ একইসঙ্গে ১ কোটি টাকার নগদ জমা রয়েছে গান্ধিনগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৷ এছাড়াও অন্য একটি এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ১,০৭,৯৬,২৮৮ টাকা ৷ পিএমও-র রিপোর্টে উঠে এসেছে এই তথ্যই ৷
advertisement
এছাড়াও ১লক্ষ টাকা মূল্যে সোনার গয়না রয়েছে তাঁর ৷ যার মধ্যে রয়েছে কয়েকটি সোনার আংটি ৷
advertisement
বিভিন্ন ক্ষেত্রে কমবেশি ২ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট রয়েছে মোদির ৷ এল অ্যান্ড টি ইনফ্রাসট্র্যাকচার বন্ডে ২০ হাজার টাকার, ৫,১৮,২৩৫ টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং ১,৫৯,২৮১ টাকার লাইফ ইনস্যুরেন্স পলিসি রয়েছে মোদির নামে ৷
advertisement
গান্ধিনগরে একটি ১ কোটি টাকার রেসিডেনশিয়াল বিল্ডিং রয়েছে মোদির ৷ ২০০২ সালে সেই এই প্লটটি কিনেছিলেন তিনি ৷ সেটিরই মূল্য এখন ১ কোটি টাকা ৷
তবে, আশ্চর্যের বিষয় তিনি কোটি কোটি টাকার মালিক হলেও তাঁর নিজস্ব কোনও গাড়ি কিংবা বাইক নেই ৷ এমনকি কোনও লোনও নেই তাঁর নামে ৷ গত ৩১ মার্চ এই রিপোর্টটি প্রকাশ্যে আনে পিএমও ৷
Location :
First Published :
September 18, 2018 7:45 PM IST