মাইক্রো ক্যামেরায় কারসাজি করে ATM কার্ড জালিয়াতি ৷ ১৬ জন গ্রাহকের ATM কার্ড জালিয়াতি করে দুষ্কৃতীরা ৷ ATM থেকে হাতানো হয় লক্ষধিক টাকা ৷ দেশজুড়ে এই কারবার করে দুষ্কৃতীরা ৷ এমনটাই অনুমান মুম্বই পুলিশের ৷
পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা প্রথমে এটিএম কাউন্টারে ইলেক্ট্রনিক ডিভাইস বসিয়ে গ্রাহকদের কার্ডের তথ্য সংগ্রহ করে ৷ তারপরে তা ব্যবহার করে গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে নিপুনভাবে সাফ করেছে কয়েক লাখ টাকা। প্রায় ৪.৫ লক্ষ টাকা এইভাবে লুঠ করেছে দুষ্কৃতীরা বলে অনুমান পুলিশের ৷
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনজন বিদেশি এটিএমে ঢুকে স্মোক অ্যালার্ম খারাপ করে বেরিয়ে যাচ্ছে ৷
তদন্তে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জনপ্রিয় কোভালামের বিচ রিসর্টে ছিল দুষ্কৃতীরা ৷ তিরুঅনন্তপুরমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্রাঞ্চে এখনও পর্যন্ত ১৬ জন গ্রাহক এ ধরণের টাকা লুঠের অভিযোগ জানিয়েছেন। তদন্তে নেমে কাউন্টার থেকে ইলেক্ট্রনিক ডিভাইসটি উদ্ধার করেছে পুলিশ। কী এই ডিভাইস, কিভাবে তা ব্যবহার করে টাকা লুঠ? তা জানতে প্রযুক্তিবিদদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা।