TRENDING:

Rising India Summit 2019-র মঞ্চে এসে যা বললেন মোদি, থাকল বাছাই করা সেরা ১০টি মন্তব্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নেটওয়ার্ক18-এর দু’দিনব্যাপী Rising India Summit-এর প্রথমদিনেই উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার অনুষ্ঠান শুরু হয়েছিল যোগগুরু বাবা রামদেব এবং সদগুরু-কে দিয়ে ৷ সবশেষে মঞ্চে উঠেছিলেন প্রধানমন্ত্রী ৷ নিউজ১৮-এর মঞ্চেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি মোদি ৷ তাঁর সাফ কথা, ‘‘আমার বিরুদ্ধে এখন একজোট হচ্ছেন দেশের দুর্নীতিগ্রস্তরা ৷’’
advertisement

প্রধানমন্ত্রী এদিন রাইজিংয়ের মঞ্চে দাবি করেন,

১. এতকাল নীতিহীনতায় ভুগছিল দেশ ৷ বিজেপি সরকারের জমানায় দেশের আর্থিক বৃদ্ধি ‍৫% থেকে বেড়ে ৮% হয়েছে ৷ একের পর এক প্রকল্প গড়েছে সরকার ৷

২.  জনধন যোজনাকে কটাক্ষ করেন অনেকে ৷ এই যোজনায় বহু মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন ৷ ৩৪ কোটির বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে ৷

advertisement

. আধার বাতিলের চক্রান্ত হয় ৷ আধারের পর কমিশন নেওয়া এখন বন্ধ ৷

৪. প্রচুর ভুয়ো অ্যকাউন্ট বন্ধ হয়েছে ৷ ভুয়ো অ্যাকাউন্টে সরকারি টাকা হাতানো বন্ধ ৷ এর ফলে সরকারের ১.১০ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে ৷

৫. কৃষকদের সুবিধায় প্রকল্প নিয়েছে সরকার ৷ ১২ কোটি কৃষক পরিবারের জন্য প্রকল্প ৷

advertisement

৬. ডিজিটাল লেনদেনে দুর্নীতি বন্ধ হয়েছে ৷ জনতার টাকা লুঠ বন্ধ করেছি ৷ আমার বিরুদ্ধে এখন একজোট হচ্ছেন দুর্নীতিগ্রস্তরা ৷

৭. কোনও প্রকল্প রূপায়ণে দেরি হতে দিইনি ৷ সব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছি ৷ সব মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছি ৷

৮. কর্মসংস্থান নিয়ে বিরোধীদের দাবি ভিত্তিহীন ৷ চাকরি কমলে আর্থিক বৃদ্ধি বাড়ল কীভাবে ৷ বর্তমানে প্রচুর যুবক স্বরোজগারে যুক্ত ৷ মুদ্রা যোজনায় ঋণ নিয়ে ব্যবসা করছেন অনেকে ৷

advertisement

৯.  দেশে সব ক্ষেত্রে রোজগারের সুযোগ বেড়েছে ৷ গত দেড় বছরে প্রায় ১ কোটি চাকরি সংস্থান হয়েছে ৷

১০.  পশ্চিমবঙ্গ ও কর্নাটক সরকারের কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরে মোদি বলেন  দুই রাজ্যের খতিয়ানে কর্মসংস্থান নাকি বেড়েছে ৷ তা হলে দেশে কর্মসংস্থান কমবে কী করে ? বাংলা, কর্নাটক কি ভারতের বাইরে ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Rising India Summit 2019-র মঞ্চে এসে যা বললেন মোদি, থাকল বাছাই করা সেরা ১০টি মন্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল