প্রধানমন্ত্রী এদিন রাইজিংয়ের মঞ্চে দাবি করেন,
১. এতকাল নীতিহীনতায় ভুগছিল দেশ ৷ বিজেপি সরকারের জমানায় দেশের আর্থিক বৃদ্ধি ৫% থেকে বেড়ে ৮% হয়েছে ৷ একের পর এক প্রকল্প গড়েছে সরকার ৷
২. জনধন যোজনাকে কটাক্ষ করেন অনেকে ৷ এই যোজনায় বহু মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন ৷ ৩৪ কোটির বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে ৷
advertisement
৩. আধার বাতিলের চক্রান্ত হয় ৷ আধারের পর কমিশন নেওয়া এখন বন্ধ ৷
৪. প্রচুর ভুয়ো অ্যকাউন্ট বন্ধ হয়েছে ৷ ভুয়ো অ্যাকাউন্টে সরকারি টাকা হাতানো বন্ধ ৷ এর ফলে সরকারের ১.১০ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে ৷
৫. কৃষকদের সুবিধায় প্রকল্প নিয়েছে সরকার ৷ ১২ কোটি কৃষক পরিবারের জন্য প্রকল্প ৷
৬. ডিজিটাল লেনদেনে দুর্নীতি বন্ধ হয়েছে ৷ জনতার টাকা লুঠ বন্ধ করেছি ৷ আমার বিরুদ্ধে এখন একজোট হচ্ছেন দুর্নীতিগ্রস্তরা ৷
৭. কোনও প্রকল্প রূপায়ণে দেরি হতে দিইনি ৷ সব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছি ৷ সব মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছি ৷
৮. কর্মসংস্থান নিয়ে বিরোধীদের দাবি ভিত্তিহীন ৷ চাকরি কমলে আর্থিক বৃদ্ধি বাড়ল কীভাবে ৷ বর্তমানে প্রচুর যুবক স্বরোজগারে যুক্ত ৷ মুদ্রা যোজনায় ঋণ নিয়ে ব্যবসা করছেন অনেকে ৷
৯. দেশে সব ক্ষেত্রে রোজগারের সুযোগ বেড়েছে ৷ গত দেড় বছরে প্রায় ১ কোটি চাকরি সংস্থান হয়েছে ৷
১০. পশ্চিমবঙ্গ ও কর্নাটক সরকারের কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরে মোদি বলেন দুই রাজ্যের খতিয়ানে কর্মসংস্থান নাকি বেড়েছে ৷ তা হলে দেশে কর্মসংস্থান কমবে কী করে ? বাংলা, কর্নাটক কি ভারতের বাইরে ?