একবার সত্যি কথাটা মুখ ফসকে বলে ফেলেছিলেন। বিনিময়ে চাকরি খোয়াতে হয়। ২৬/১১ হামলার পিছনে সত্যিটা আরও একবার সামনে আনলেন প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টা মেহবুব আলি দুরানি। জানালেন, এর পরিকল্পনা থেকে যাবতীয় প্রস্তুতি - পুরোটাই হয়েছিল পাকিস্তানে। হাফিজ সঈদের চক্রান্তে এই হামলায় মদত ছিল হিজবুলের মতো সংগঠনেরও।
সমুদ্র পেরিয়ে ভারতে কম্যান্ডো কায়দায় হামলা চালাতে হবে। এই ভাবনা থেকেই শেষে ২৬/১১। পাক সন্ত্রাসবাদীরা নাকি সরকারের নাকের তলায় যাবতীয় কাজ সেরেছিল। আইএসআই বা পাক প্রশাসন কিছুই টের পায়নি বলেও দাবি দুরানির।
advertisement
হাফিজ সঈদ বা লস্করের মতো সংগঠন পাকিস্তানে জমি হারিয়েছে। এমনকি পাক প্রশাসনও তাদের ওপর চাপ বাড়াচ্ছে বলে দাবি প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টার।
২০০৮ এর ২৬ নভেম্বর হামলার সময় পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুরানি। হামলার পর ভারতে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের কাজে দায়িত্ব বর্তায় তাঁর ওপর। তখনই হামলায় লস্কর যোগের প্রমাণ পান দুরানি। ২০০৯ সালে সেই কথা ঘোষণা করার সময় চাকরি যায় দুরানির। নতুন করে ২৬/১১ হামলায় পাক যোগের তত্ত্ব উসকে দিলেন দুরানি। ভারতের হাতে তুলে দিলেন নতুন অস্ত্র।
