গুরুতর জখম অবস্থায় ওই যুবতী এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ওই যুবতী এবং যুবক একটি জলের ট্যাঙ্কের উপর বসেছিল। সেই সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময়ে অভিযুক্ত যুবক আচমকা ওই যুবতীকে ধাক্কা দিয়ে দেয়। বহুতলের ১৫ তলা থেকে সোজা ১৮ ফুট নিচে পড়ে যান ওই তরুণী। তাঁর চিৎকার শুনে আশেপাশে লোকেরা এসে ওই যুবতীকে উদ্ধার করেন। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরে বেশ কিছু গুরুতর চোট রয়েছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। প্রয়োজন হলে অস্ত্রোপচারও করা হতে পারে।
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মুম্বইয়ের বরিভলি এলাকার বাসিন্দা। আক্রান্ত যুবতী মুম্বইয়ের মালাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। দু জনই একে অপরকে স্কুল থেকে চিনত। একটি বিপিও কোম্পানিতে চাকরি করত দুজনেই। মাঝে মধ্যেই তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ঝগড়া হত।
আরও পড়ুন, অনুব্রতর পর এবার এনামুল হক, লটারি কাণ্ডে এবার বড় হদিশ পেল সিবিআই
জানা গিয়েছে, ঘটনার দিন এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ওই যুবক এবং যুবতী। সেখানে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তার পরে ১৫ তলা বহুতলটির ছাদে জলের ট্যাঙ্কে উঠে বসে থাকে ওই যুবক। পরে যুবতীও যান সেখানে। কিছুক্ষণ পরে দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময়ে ১৫ তলা থেকে যুবতীকে ধাক্কা মেরে ১৮ ফুট নীচে ফেলে দেয় তাঁরই বয়ফ্রেন্ড ওই যুবক।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী যোজনায় রাজ্যকে অর্থ বরাদ্দ! শর্ত না মানলে ফের বড় ব্যবস্থা নেবে বিজেপি
ইতিমধ্যে তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুবতীর বন্ধুদের বয়ান রেকর্ড করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।