TRENDING:

দেশে নতুন করে কোভিড আক্রান্ত ২২৭, মৃত ২, উৎসবের মরসুমে বিমানবন্দরে বাড়তি সতর্কতা

Last Updated:

দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪২৪ জনে। করোনায় মারা গিয়েছেন ২ জন। যার মধ্যে একজন কেরল এবং অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: 'মাস্ক পরুন। নিয়মিত হাত ধুয়ে নিন', বড়দিনের আগে বিশেষ পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
advertisement

প্রধানমন্ত্রীর বার্তা, "আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বেশ কিছু দেশে করোনার সংক্রমণ বাড়ছে। আমাদেরও সাবধান থাকতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে।"

আজ, ২৫ ডিসেম্বর, বড়দিনের উৎসবের মাধ্যমেই শুরু হয়ে গিয়েছে বর্ষশেষের উদযাপন। গত বছর ঠিক এই সময়েই ওমিক্রনের হাত ধরে ভারতে এসেছিল করোনার তৃতীয় ঢেউ। এবছরে চিন, আমেরিকা, কোরিয়ায় নতুন করে ফের শুরু হয়েছে কোভিডের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে এ দেশের প্রশাসনকে।

advertisement

আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪২৪ জনে। করোনায় মারা গিয়েছেন ২ জন। যার মধ্যে একজন কেরল এবং অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা।

advertisement

ইতিমধ্যেই, চিন-সহ ৫টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে RtPCR রিপোর্ট। সূত্রের খবর, গত শনিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মধ্যে random টেস্টিং চলছে।

আরও পড়ুন: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যেকটি রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে কোভিড নিয়ে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে। জোর দেওয়া হচ্চে জিন সিকোয়েন্সিংয়ের উপরে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেশে নতুন করে কোভিড আক্রান্ত ২২৭, মৃত ২, উৎসবের মরসুমে বিমানবন্দরে বাড়তি সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল