কিন্তু ততবেশি কিট না থাকায় আপাতত অত্যন্ত স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সরকার এগতে চাইছে। তাই আপাতত দেশে ২২টি করোনা হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেই এলাকাগুলিকে বিশেষ নজরদারিতে রাখা হবে। হটস্পটের তিন কিলোমিটার এলাকার মধ্যে সকলের করোনা পরীক্ষা করা হবে। যাতে স্থানীয় স্তরে এই রোগ ছড়িয়ে পড়তে না পারে, তাই এই ব্যবস্থা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
advertisement
এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিজামুদ্দিন জমায়েতে ৯৬০ জন বিদেশীও এসেছিলেন। তাঁদের চিহ্নিত করে তাঁদের ভিসা বাতিল করছে কেন্দ্র। ১৯৪৬ সালের বিদেশী আইন মোতাবেক এঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হচ্ছে।
এদিকে তামিলনাড়ুতে নতুন করে ৭৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার মধ্যে ৭৪ জন নিজামুদ্দিন দরগায় গিয়েছিলেন। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখা ৩০৯, তার মধ্যে দরগা ফেরত ২৬৪। এদিকে মহারাষ্ট্রে নতুন করে ৮১ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ মোট সংখ্যাটা সেখানে দাঁড়িয়েছে ৪১৬–এ। কেরলে এখন আক্রান্তের সংখ্যা ২৫৬, সেরে উঠেছেন ৩০ জন।