সোশ্যাল মিডিয়ার জীবনের সেই ‘ভয়াবহ অভিজ্ঞতার’ কথা নিজেই জানিয়েছেন তরুণী। সোশ্যাল মিডিয়া পোস্টে তরুণীর দাবি, তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। তরুণীর কথায় সামান্য মদ্যপানের পরই তিনি বেহুঁশ হয়ে পড়েন। তরুণীর দাবি তাঁর পানীয়ে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। এর পরের অভিজ্ঞতা তরুণীর কাছে ভয়ঙ্কর।
আরও পড়ুন: রেখার চেয়েও সুন্দরী তাঁর বোন রাধা! এই এক ভুলেই শেষ হয়ে যায় কেরিয়ার, এখন কোথায় জানেন?
advertisement
তরুণী সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি, ‘‘ ও (অভিযুক্ত বন্ধু) আমাকে আরও মদ্যপান করতে বলে। এরপর আমি চেতনা হারিয়ে ফেলি। তারপর কি হয়েছিল কিচ্ছু মনে নেই। যখন হুঁশ ফিরল তখন দেখছি ও আমাকে ধর্ষণ করছে। বার বার চেষ্টা করছিলাম ওকে আটকাবার, আমাকে পরপর তিনবার খুব জোরে থাপ্পড় মারে। আমাকে ভয়ে গুটিয়ে যাই।’’
তরুণীর দাবি ওই অভিযুক্ত যুবকের বন্ধুরা তাকে রক্ষা করার চেষ্টা করছিল। তরুণীর দাবি তিনি কারও কাছে সাহায্য চাওয়ার আগেই অভিযুক্ত তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল।
তরুণীর কথায় তিনি সেদিন ভীত সন্ত্রস্ত অবস্থায় তাঁর তুতো বোনকে ফোন করেন। পরবর্তীকালে তরুণীর পরিবার সমস্ত ঘটনা জানার পর থানায় অভিযোগ জানায়।
তরুণীর আরও দাবি অভিযুক্ত যুবক পরদিন সকালে তাঁর কাছে ক্ষমা চেয়ে একটি মেসেজ করেন। তরুণী একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে লেখা ছিল ‘‘আমি অত্যন্ত দু:খিত। কাল রাতে যা কিছু হয়েছে। পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমরা এই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারব। আমি ক্ষমা চাইছি।’’
অভিযুক্তের এই সকালের ক্ষমা চেয়ে করা মেসেজের কোনও দাম নেই বলেই তরুণীর দাবি। ঘটনার ইতিমধ্যেই ১২ দিন অতিবাহিত হয়েছে। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। তরুণী আপাতত সুবিচারের আশায়।