Rekha's Sister Radha: রেখার চেয়েও সুন্দরী তাঁর বোন রাধা! এই এক ভুলেই শেষ হয়ে যায় কেরিয়ার, এখন কোথায় জানেন?

Last Updated:
একসময় ভারতের অন‍্যতম সেরা মডেল ছিলেন রাধা গণেশন। কিন্তু একটি ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার।
1/7
রেখার মতোই সুন্দরী তাঁর বোন রাধা। রেখা সম্পর্কে গোটা দেশ জানেন। কিন্তু তাঁর বোনও যে ভাল অভিনেত্রী ছিলেন, তিনি জানেন কি? একসময় ভারতের অন‍্যতম সেরা মডেল ছিলেন রাধা গণেশন। কিন্তু একটি ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার।
রেখার মতোই সুন্দরী তাঁর বোন রাধা। রেখা সম্পর্কে গোটা দেশ জানেন। কিন্তু তাঁর বোনও যে ভাল অভিনেত্রী ছিলেন, তিনি জানেন কি? একসময় ভারতের অন‍্যতম সেরা মডেল ছিলেন রাধা গণেশন। কিন্তু একটি ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার।
advertisement
2/7
বলিউডে অন‍্যতম সেরা অভিনেত্রী রেখা। কয়েক দশক ধরে সিনে জগতে রাজত্ব করেছেন রেখা। কিন্তু তাঁর বোন কোথায় যেন হারিয়ে গেলেন। রেখার মতোই অপূর্ব সুন্দরী রাধা। বলা হয়, রাধা গণেশনের জন‍্যই ডিম্বল কাবাডিয়া সুপারস্টার হতে পেরেছিলেন।
বলিউডে অন‍্যতম সেরা অভিনেত্রী রেখা। কয়েক দশক ধরে সিনে জগতে রাজত্ব করেছেন রেখা। কিন্তু তাঁর বোন কোথায় যেন হারিয়ে গেলেন। রেখার মতোই অপূর্ব সুন্দরী রাধা। বলা হয়, রাধা গণেশনের জন‍্যই ডিম্বল কাবাডিয়া সুপারস্টার হতে পেরেছিলেন।
advertisement
3/7
রেখার অনেক বড় পরিবার। তার ছয়-সাত বোন ও এক ভাই আছে। অভিনেত্রীর বাবা এবং বিখ্যাত অভিনেতা জেমিনি গণেশন তিনবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ৪ কন‍্যা এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২ কন‍্যা রয়েছে। সুপারস্টারের তৃতীয় স্ত্রী সাবিত্রীর একটি ছেলে ও মেয়ে রয়েছে। রেখার বোনেদের মধ‍্যে কেবলমাত্র রাধাই তাঁর আসল বোন।
রেখার অনেক বড় পরিবার। তার ছয়-সাত বোন ও এক ভাই আছে। অভিনেত্রীর বাবা এবং বিখ্যাত অভিনেতা জেমিনি গণেশন তিনবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ৪ কন‍্যা এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২ কন‍্যা রয়েছে। সুপারস্টারের তৃতীয় স্ত্রী সাবিত্রীর একটি ছেলে ও মেয়ে রয়েছে। রেখার বোনেদের মধ‍্যে কেবলমাত্র রাধাই তাঁর আসল বোন।
advertisement
4/7
রেখার মতো তার বোন রাধাও খুব সুন্দরী যিনি একসময় বিখ্যাত মডেল ছিলেন।  তিনি অনেক তামিল ছবিতে কাজ করেছেন। একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন তিনি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তবে তিনি মডেলিংয়েই বেশি আগ্রহী।
রেখার মতো তার বোন রাধাও খুব সুন্দরী যিনি একসময় বিখ্যাত মডেল ছিলেন। তিনি অনেক তামিল ছবিতে কাজ করেছেন। একটি জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন তিনি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তবে তিনি মডেলিংয়েই বেশি আগ্রহী।
advertisement
5/7
রাজ কাপুর প্রথমে রাধাকে 'ববি' ছবির প্রস্তাব দিয়েছিলেন। তাঁরা রাধাকে ঋষি কাপুরের বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু রাধা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যা পরে ডিম্পল কাপাডিয়ার কাছে যায়। 'ববি' ছবিটি খুব সফল হয়েছিল, যা ডিম্পলকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল।
রাজ কাপুর প্রথমে রাধাকে 'ববি' ছবির প্রস্তাব দিয়েছিলেন। তাঁরা রাধাকে ঋষি কাপুরের বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু রাধা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যা পরে ডিম্পল কাপাডিয়ার কাছে যায়। 'ববি' ছবিটি খুব সফল হয়েছিল, যা ডিম্পলকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল।
advertisement
6/7
রেখার বোন রাধা ১৯৮১ সালে ছোটবেলার বন্ধু উসমান সঈদকে বিয়ে করার পর গ্ল্যামার ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। এরপর দুজনেই আমেরিকায় থিতু হন।
রেখার বোন রাধা ১৯৮১ সালে ছোটবেলার বন্ধু উসমান সঈদকে বিয়ে করার পর গ্ল্যামার ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। এরপর দুজনেই আমেরিকায় থিতু হন।
advertisement
7/7
রাধার স্বামী উসমান সঈদ হলেন বিখ্যাত দক্ষিণ ভারতীয় পরিচালক এস.এম. আব্বাসের ছেলে। দম্পতির দুই ছেলে রয়েছে। তাঁরা প্রত‍্যেকেই বিবাহিত।
রাধার স্বামী উসমান সঈদ হলেন বিখ্যাত দক্ষিণ ভারতীয় পরিচালক এস.এম. আব্বাসের ছেলে। দম্পতির দুই ছেলে রয়েছে। তাঁরা প্রত‍্যেকেই বিবাহিত।
advertisement
advertisement
advertisement