TRENDING:

Sudip Banerjee | Congress: রাহুল গান্ধির ইস্যুতে কাছাকাছি! চব্বিশেও কি পাশাপাশি থাকবে কংগ্রেস-তৃণমূল? কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

Last Updated:

 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী শিবিরের বৈঠক ডাকার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মুখ খুলল তৃণমূল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংগ্রেসকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর দাবি, 'চাপে পড়ে 'বিগ বস' মনোভাব থেকে সরে আসছে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে শক্তিশালী বিরোধী জোট সম্ভব নয় বলেও মন্তব্য সুদীপের।
advertisement

ইতিমধ্যেই ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী শিবিরের বৈঠক ডাকার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘রাহুল গান্ধি ইস্যুতে তো আমরা কংগ্রেসের পুরোপুরি পাশে ছিলাম। ওদের সঙ্গে আমরাও কালো পোশাক পরেছিলাম। তেরঙ্গা নিয়ে বিরোধীরা মিছিল করে গেল, সেখানেও আমাদের প্রতিনিধি হাজির ছিল। মল্লিকার্জুন খাড়্গের যে প্রথম বিরোধী শিবিরের বৈঠক সেখানেও আমি নিজে উপস্থিত ছিলাম। বিরোধী দলের সঙ্গে যেখানে যেমন ভাবে থাকা দরকার আমরা আছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বিরোধী দলের সমাবেশ স্বীকৃতি পাবে না।’’

advertisement

আরও খবর: রাজু ঝা খুনে 'লিঙ্কম্যান' অনুব্রত-ঘনিষ্ঠ লতিফ! অর্জুন সিংয়ের মন্তব্যে জোর শোরগোল

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এ-ও বলেন, ‘‘যে যে রাজ্যে যে সমস্ত আঞ্চলিক দলের প্রাধান্য রয়েছে তারাই ডিক্টেড করবে। কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে তারা ডিক্টেড করুক। কিন্তু কোনও মুখ হিসেবে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী আগে থেকে ঠিক করলে বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ ভাল হবে না। 'বিগ বস' মনোভাব থেকে কংগ্রেসকে সরে আসতে হবে।‘‘

advertisement

তৃণমূল সাংসদের কথায়, ‘‘বিভিন্ন আঞ্চলিক দলগুলির গুরুত্ব  উপলব্ধি করতে হবে। নিজের নিজের রাজ্যে সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে সেই আঞ্চলিক দলকে। যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে তারা ডিক্টেড করুক, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্ত নেতা ঠিক হবে ভোটের পর। কংগ্রেস বাংলায় তাদের গুরুত্ব হারিয়েছে। এ রাজ্যে  তৃণমূলই মূল চালিকাশক্তি। মল্লিকার্জুন খাড়্গে আগে বলতেন, রাহুল গান্ধির নেতৃত্বে দেশ চলবে, এখন তিনি আর তা বলেন না। আসলে তিনি বুঝেছেন যে, শুধু রাহুলকে দিয়ে দেশ চালানো সম্ভব নয়।’’

advertisement

আরও খবর: আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর জের, মহিলা সভাপতিকে সরালো তৃণমূল, নিয়ে আসা হল এক আদিবাসী মুখকে

সংসদের অধিবেশন শেষ হওয়ার পরে সব বিরোধীদলের সর্বোচ্চ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক ডাকা হবে বলে সূত্রের খবর। ২০২৪ এর আগে শক্তিশালী বিজেপি বিরোধী জোট নিশ্চিত করতেই এই বৈঠক হবে৷ এই বৈঠকেই ঠিক হবে বিরোধী শিবিরের কর্মসূচির ভবিষ্যৎ রূপরেখা। ইতিমধ্যেই বিরোধী জোটের বৈঠক প্রসঙ্গে বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করা শুরু করেছেন মল্লিকার্জুন খাড়্গে। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও ফোন আসেনি।

advertisement

তবে শীঘ্রই মমতাকেও খাড়্গে ফোন করবেন বলে রাজনৈতিক শিবির সূত্রের খবর। এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মমতাকে বাদ দিয়ে বিরোধী জোটের বৈঠক স্বীকৃতি পাবে না। কংগ্রেস সভাপতির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’’

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/দেশ/
Sudip Banerjee | Congress: রাহুল গান্ধির ইস্যুতে কাছাকাছি! চব্বিশেও কি পাশাপাশি থাকবে কংগ্রেস-তৃণমূল? কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল