TRENDING:

2024 Lok Sabha Polls: ২০২৪-এ এনডিএ বনাম ইন্ডিয়া, মঙ্গলেই বেজে গেল ভোটের দামামা! আসরে দু' পক্ষই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খাতায় কলমে এখনও লোকসভা নির্বাচনের আগে প্রায় বছর খানেক বাকি৷ কিন্তু মঙ্গলবার হঠাৎই যেন দেশের দুই প্রান্ত থেকে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল শাসক এবং বিরোধী শিবির৷ বেঙ্গালুরুতে কংগ্রেস সহ ২৬টি বিরোধী দল বৈঠক করে ইন্ডিয়া জোটের কথা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের পাল্টা নিশানা করে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ২০২৪-এর লোকসভা ভোটে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ৷
বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা।
বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা।
advertisement

মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক এবং জোট ঘোষণা বিজেপি-র উপরে যে চাপ বাড়িয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না৷ অতীতে অবিজেপি দলগুলির এমন জোট খুব একটা সাফল্যের মুখ না দেখলেও গত একমাসে বিরোধী শিবিরে জোট বাঁধার তৎপরতা অনেকটাই সফল হয়েছে৷ বিশেষত বেঙ্গালুরুর বৈঠকের পর সেকথা বলাই যায়৷ তার উপরে কংগ্রেসের সঙ্গে তৃণমূল, আপের মতো দলগুলির সংঘাতও আপাতত দূর হয়েছে৷ এই মুহূর্তে বিজেপি-কে হারাতে বিরোধীরা এককাট্টা৷ তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আসন রফার ফর্মুলা কী হবে, সেটা খুঁজে বের করাই এখন বিরোধী শিবিরের মূল পরীক্ষা৷

advertisement

বিরোধীদের জোট শেষ পর্যন্ত ফলপ্রসূ হোক না হোক, তৃতীয় বার ক্ষমতায় ফিরতে এখন থেকেই ঝাঁপাচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা৷ বিরোধীদের জবাব দিতেই তাই দিল্লিতে মঙ্গলবার শক্তি জাহির করতে এনডিএ-র বৈঠক ডেকেছিল বিজেপি নেতৃত্ব৷ সেখানে গত বিধানসভা ভোটে বিহারে মুখ থুবড়ে পড়া লোক জনশক্তি দলের নেতা চিরাগ পাসওয়ানকেও আলিঙ্গন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ বার্তাটা পরিষ্কার, বিরোধীদের ভোট কাটতে পারবে এ রকম ছোটখাটো দলকেও আপাতত দলে টেনে পাল্লা ভারী করার দিকে জোর দিচ্ছেন মোদি-শাহ-নাড্ডারা৷ বিশেষত যে রাজ্যগুলিতে বিজেপি শক্তিশালী নয়, সেখানে শরিকদের উপরই ভরসা করতে হবে মোদি-শাহদের৷

advertisement

কর্ণাটকে ধাক্কা খাওয়ার পরই ২০২৪ নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে৷ প্রত্যাশিত ভাবেই মুখে সেকথা স্বীকার করছেন না তাঁরা৷ আবার কর্ণাটকের বিজেপি বিরোধী হাওয়া এবার অন্যান্য রাজ্যেও তৈরি করা বিরোধীদের লক্ষ্য৷ বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় নিয়ে আসাই এখন বিরোধীদের কাছে চ্যালেঞ্জ৷ একদিকে নরেন্দ্র মোদি যখন বিরোধীদের জোটকে দুর্নীতিগ্রস্তদের, পরিবারতন্ত্রের জোট বলে আক্রমণ করছেন তখন বিরোধীরা জোটের নাম ইন্ডিয়া দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দেশকে ভাঙার অভিযোগে সরব হয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

লোকসভা ভোটের আগামী কয়েক মাসে ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে এই রাজ্যগুলির ফলাফল কী হয়, সেদিকেও অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷ সবমিলিয়ে গতকালকের পর ২০২৪-কে পাখির চোখ করে শাসক- বিরোধী শিবিরের তৎপরতা যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না৷ মঙ্গলবারের পর যে লড়াইকে এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াই বললেও ভুল হবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
2024 Lok Sabha Polls: ২০২৪-এ এনডিএ বনাম ইন্ডিয়া, মঙ্গলেই বেজে গেল ভোটের দামামা! আসরে দু' পক্ষই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল