গত সপ্তাহে জুন্দাল-সহ ১২জনকে দোষী সাব্যস্ত করে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গ্যানাইজড ক্রাইম কোর্ট ৷ মঙ্গলবার ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় সাজা ঘোষণা করল আদালত ৷ সাজা প্রাপ্ত সাতজনের নাম আবু জুন্দাল, মহম্মদ আমির শাকিল আহমেদ, বিলাল আহমেদ আবদুল রাজ্জাক, জাফ্রুদ্দিন , আফ্রোজ খান, রহমান শেখ ও অসলাম কাশ্মীরি ৷
এই মালায় ধৃত মোট ২২ জনের মধ্যে ১০ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement
২০০৬ সালে ৮ মে গোপন সূত্রে খবর পেয়ে চন্দওয়াড়-মানমাড় হাইওয়েতে একটি টাটা ইন্ডিকাকে ধাওয়া করে পুলিশ ৷ গাড়িতে ৩০ কেজি RDX, ১০টি AK-47 ও ৩,২০০ টি বুলেট পাওয়া গিয়েছিল ৷ ঘটনায় তিনজন জঙ্গিকে গ্রেফতার করে ATS ৷ টাটা ইন্ডিকা গাড়িটি সেই সময় আবু জুন্দাল চালাচ্ছিল ৷ সেই দিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে সফল হলেও পরে তাকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ৷ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সইদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল এই মুহূর্তে আর্থার রোড জেলে রয়েছেন ৷