TRENDING:

গুজরাতে বিজেপির ২০ বিধায়ক-সহ লড়বেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী রুপানিও, খবর সূত্রে

Last Updated:

ইতিমধ্যে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি৷ পাশাপাশি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল বলেছেন, তিনিও ভোটে লড়বেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ছ’বছর ধরে একটি দল শাসন করেছে রাজ্য৷ আর সেই কারণেই প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় উঠতে পারে গুজরাতে? আর সেই আশঙ্কা থেকেই কি এ বার প্রার্থী তালিকায় আমূল পরিবর্তন আনতে চলেছে বিজেপি? কারণ, বিজেপি সূত্র মারফত ইঙ্গিত মিলেছে, এ বার ২০ জন জয়ী বিধায়ক হয়ত টিকিট পাবেন না৷ ইতিমধ্যে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি৷ পাশাপাশি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল বলেছেন, তিনিও ভোটে লড়বেন না৷
বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে
বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে
advertisement

বিজেপি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ‘‘বিজেপি দলীয় স্তরে যে তথ্য পেয়েছে, সেগুলিতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে৷ সেই কারণে জয়ের সম্ভাবনার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করবে বিজেপি৷ মনে করা হচ্ছে, জয়ী ২০ জন বিধায়ক এ বারের নির্বাচনে হয়তো প্রার্থী হবেন না৷’’

আরও পড়ুন: 'কোথায় সিএএ করবে?' জীবন দিয়ে মতুয়াদের রক্ষার অঙ্গীকার মমতার

advertisement

আরও পড়ুন: প্রিজন ভ্যানের নীচে শুয়ে চাকরিপ্রার্থীরা, ঝরল রক্ত! এক্সাইড মোড়ে ধুন্ধুমার

এই বিষয়ে সংবাদ সংস্থাকে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেছেন, ‘‘আমি সকলের সহযোগিতা নিয়ে পাঁচ বছর মুখ্যমন্ত্রীত্ব সামলেছি৷ এ বার এই রকম দায়িত্ব নতুন কোনও মানুষের কাছে যাওয়া উচিত৷ আমি ভোটে লড়াই করব না৷ আমি দিল্লিতে দলের উচ্চ নেত্ৃত্বের কাছে আমার অবস্থান চিঠি লিখে স্পষ্ট করে জানিয়েছি৷ আমি দলের নির্বাচন করা প্রার্থীর হয়ে সমস্ত রকমের কাজ করতে তৈরি৷’’ শুধু তিনিই নন, এরকম বার্তা দিয়ে একাধিক বিধায়ক, প্রাক্তন মন্ত্রী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি সূত্রে খবর, দলের সদর দফতরে ইতিমধ্যে গুজরাতের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের নির্বাচনী কমিটি৷ সেই কমিটির নেতৃত্বে আছেন খোদ নরেন্দ্র মোদি৷ তিনি ছাড়াও দিল্লির শীর্ষ নেতৃত্ব, গুজরাতের রাজ্যস্তরের নেতারাও সেই বৈঠকে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেছেন৷ বিশেষত গুজরাতে প্রথম দফার নির্বাচনে কারা প্রার্থী হতে পারে, সে বিষয়েও বিস্তারিত কথা হয়েছে বলেই খবর৷ ১৮২ আসনের গুজরাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে ডিসেম্বরের ১ তারিখ ও ৫ তারিখ৷ ভোটের ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে বিজেপির ২০ বিধায়ক-সহ লড়বেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী রুপানিও, খবর সূত্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল