বিজেপি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ‘‘বিজেপি দলীয় স্তরে যে তথ্য পেয়েছে, সেগুলিতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে৷ সেই কারণে জয়ের সম্ভাবনার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করবে বিজেপি৷ মনে করা হচ্ছে, জয়ী ২০ জন বিধায়ক এ বারের নির্বাচনে হয়তো প্রার্থী হবেন না৷’’
আরও পড়ুন: 'কোথায় সিএএ করবে?' জীবন দিয়ে মতুয়াদের রক্ষার অঙ্গীকার মমতার
advertisement
আরও পড়ুন: প্রিজন ভ্যানের নীচে শুয়ে চাকরিপ্রার্থীরা, ঝরল রক্ত! এক্সাইড মোড়ে ধুন্ধুমার
এই বিষয়ে সংবাদ সংস্থাকে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেছেন, ‘‘আমি সকলের সহযোগিতা নিয়ে পাঁচ বছর মুখ্যমন্ত্রীত্ব সামলেছি৷ এ বার এই রকম দায়িত্ব নতুন কোনও মানুষের কাছে যাওয়া উচিত৷ আমি ভোটে লড়াই করব না৷ আমি দিল্লিতে দলের উচ্চ নেত্ৃত্বের কাছে আমার অবস্থান চিঠি লিখে স্পষ্ট করে জানিয়েছি৷ আমি দলের নির্বাচন করা প্রার্থীর হয়ে সমস্ত রকমের কাজ করতে তৈরি৷’’ শুধু তিনিই নন, এরকম বার্তা দিয়ে একাধিক বিধায়ক, প্রাক্তন মন্ত্রী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন৷
বিজেপি সূত্রে খবর, দলের সদর দফতরে ইতিমধ্যে গুজরাতের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের নির্বাচনী কমিটি৷ সেই কমিটির নেতৃত্বে আছেন খোদ নরেন্দ্র মোদি৷ তিনি ছাড়াও দিল্লির শীর্ষ নেতৃত্ব, গুজরাতের রাজ্যস্তরের নেতারাও সেই বৈঠকে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেছেন৷ বিশেষত গুজরাতে প্রথম দফার নির্বাচনে কারা প্রার্থী হতে পারে, সে বিষয়েও বিস্তারিত কথা হয়েছে বলেই খবর৷ ১৮২ আসনের গুজরাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে ডিসেম্বরের ১ তারিখ ও ৫ তারিখ৷ ভোটের ফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর৷