TRENDING:

2 Year Old Records: মাথা নয়, যেন কম্পিউটার! রেকর্ড গড়ে ২ বছরের এই খুদে বিশ্বের কাছে এখন বিস্ময়বালক

Last Updated:

মায়ানের কীর্তি দেখে রেকর্ড গড়ার পাশাপাশি, বিশ্ববাসীর কাছে এখন সে বিস্ময়বালক বলে পরিচিত (2 Year Old Records)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: বয়স মাত্র আড়াই বছর, কিন্তু স্মৃতিশক্তি দেখলে চোখ কপালে উঠবে সকলের। ছবি দেখালেই গড়গড় করে বলে দিচ্ছে দেশের সমস্ত নেতার নাম, রাজ্য ও রাজধানী, তামিল মাসের নাম, ইংরেজি মাসের নাম, ২৪৭টি তামিল অক্ষর, নম্বর এমনকী গাড়ির নামও। কী করে সম্ভব? এই বয়সের বাচ্চাদের তো কথা বলারও বয়স হয় না। আদো আদো গলায় সবে কয়েকটা শব্দ বলা এবং ফুল-ফল চিনতে শেখার সময়। কিন্তু তামিলনাড়ুর ভালাজি ও নন্দিনীর ছেলে মায়ানের কীর্তি দেখে রেকর্ড গড়ার পাশাপাশি, বিশ্ববাসীর কাছে এখন সে বিস্ময়বালক বলে পরিচিত (2 Year Old Records)।
2 Year Old Records
2 Year Old Records
advertisement

তিরুঅনন্তপূরমের শিবগঙ্গায় থাকেন ভালাজি ও নন্দিনী। আড়াই বছর আগেই মায়ানের জন্ম হয়েছে। এই খুদের স্মৃতিশক্তি যে অন্যদের থেকে খানিকটা আলাদা এবং তুখোর তা টের পেয়েছিলেন বাবা-মা। ফলে কথা বলতে এখনও ভালো ভালে না পারলেও, স্মৃতিশক্তির জোরে চিনতে পারার ক্ষমতা দারুণ হয়েছে মায়ানের। বয়স অনুযায়ী ভাবলে যা রেকর্ড গড়ার মতোই। ছবি দেখিয়ে বলতে বললেই চট করে নাম বলতে পারে মায়ান। কোনও ঘটনা নিয়ে বেশ কয়েকদিন পরে প্রশ্ন করলেও, সেটা মনে রাখতে পারে সে।

advertisement

বিস্ময়বালক মায়ান।

আরও পড়ুন: 'জানি শেষটা তোমার পছন্দের হল না', স্বামী হরভজনের 'দুসরা' অধ্যায়ের ইঙ্গিত গীতার!

এই ব্যতিক্রমী ক্ষমতা বুঝতে পেরেই মায়ানের বাবা-মা তাকে ফুল-ফল-নেতাদের নাম শেখাতে শুরু করেছিলেন। একটি অ্যালবামে ২৪৭টি তামিল হরফ, নম্বর, গাড়ির নাম, ইংরেজি মাসের নাম, তামিল মাসের নাম, রাজ্য ও রাজধানীর নাম বলা শিখে গিয়েছে সে। এবং খুবই তাড়াতাড়ি সেগুলি শিখে মনে রাখতে পারছে মায়ান। এই ক্ষমতা প্রদর্শনী করে বিশ্ববাসীর কাছে দেখাতেও চান মায়ানের বাবা-মা। এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও কালাম বুক অফ রেকর্ডসে এই প্রতিভার কথা তাঁরা জানিয়েছিলেন। দুই সংস্থার তরফেই মায়ানের আশ্চর্য ক্ষমতার কথা স্বীকার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: উপকারী হলেও প্রেগন্যান্সির সময় এই ফলগুলি একদম খাবেন না!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখনও পর্যন্ত এই সব কিছু বলার ও মনে রাখার রেকর্ড ছিল ৪ বছরের এক বালকের কাছে। এবার মায়ান চলে এল সেই জায়গায়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও কালাম বুক অফ রেকর্ডসের তরফে মায়ানকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার মা নন্দিনী। ভবিষ্যতে বড় মানুষ করে তোলাই তাঁদের উদ্দেশ্য বলে জানান মায়ানের বাবা-মা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
2 Year Old Records: মাথা নয়, যেন কম্পিউটার! রেকর্ড গড়ে ২ বছরের এই খুদে বিশ্বের কাছে এখন বিস্ময়বালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল